নবীজির (সাঃ) কান্না
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৪ আগস্ট, ২০১৫, ১১:৫০:১৮ রাত
লাইফে আপনি কাউকে এভাবে ভালোবেসেছেন যে তার কথা-ই কমবেশি সবসময় চিন্তা করেন? না, রোমান্টিক ভালোবাসা বলতে আমরা যা বুঝি, সে ধরণের ভালোবাসার কথা আমি বলছিনা। এটা এমন এক ধরণের ভালোবাসা, যাতে রয়েছে প্রচণ্ড সম্মান, আকুলতা, এক ধরণের তীব্রতা! যা আপনার চোখ ভিজিয়ে দেয়! আমার মনে হয় মাইকেল জ্যাকসনের ফ্যানরা ব্যপারটা ভালো বুঝবেন। যখন সে স্টেইজে পারফর্ম করত- সবাই ভীষণ আবেগে কান্নায় ফেটে পড়ত। মনে হয় যেন "এ হোল সী অভ টিয়ারস"। উত্তেজনায় অনেকে বেহুঁশও হয়ে যেত! আর কোনোক্রমে, কেউ যদি তাকে একটু জড়িয়ে ধরার সুযোগ পেত, সে তাকে আঁকড়েই ধরে থাকত। ফুটবল-ফ্যানরাও ব্যপারটা ভালো বুঝবে। তার ফেভারিট প্লেয়ারকে একটু ছুঁয়ে দেয়া, জড়িয়ে ধরা, যেন জীবনের সবচেয়ে দামি মুহূর্ত তাদের জন্য। কী স্ট্রেইঞ্জ একটা লাভ! যার কারণে তারা অদ্ভুত সব কাজ করে বসে। তাদের জার্সি পরে। এমনকি তাদের মত হেয়ার কাটও দেয়!
কিন্তু, এই সব এক্সাম্পলে, কিছু একটা মিসিং আছে। তারা যেই সকল সেলিব্রেটির জন্য চোখের পানি ঝরাচ্ছে, সেই সেলিব্রেটিরা তাদের জন্য কখনো কাঁদে কি? মনে হয়না! আর এই ব্যপারটা সেই ফ্যানরাও অস্বীকার করতে পারবেনা। তাদের জিজ্ঞেস করলে হয়তো বলবে, আমার ফেবারিট সেলিব্রেটিরা কেন আমার জন্য কাঁদবে? আমি এমন কে? হোয়াট মেকস মী স্পেশাল?
আর যদি বলি যে, এমন একজন মানুষ ছিলেন, যিনি সত্যি সত্যিই আপনার জন্য কাঁদতেন। আর এই মানুষটি, মর্যাদা খ্যাতি বা সম্মানে যে কোনও সেলিব্রেটি অথবা পারসোনালিটি থেকে অনেক অনেক উপরে! তিনি হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাত জেগে নামাজ পড়তেন। তাঁর পা ফুলে যেত নামাজ পড়তে পড়তে। আর নামাজের মাঝে কাদের জন্য দোয়া করতেন, জানেন? আমাদের জন্য। যেন আমরা ভালো থাকি! আর এ কথা ভেবেই তাঁর চোখ ভিজে আসত যে তাঁর পরে আরো অসংখ্য মানুষ আসবে, যারা তাঁকে দেখেনি- তবু তাঁকে বিশ্বাস করবে। তাঁর দেখানো পথে চলবে। আর এই মানুষদেরকে তিনি নিজের ভাই বলে সম্বোধন করেছেন। প্রত্যেক নবীকেই একটি বিশেষ দোয়ার সুযোগ দেয়া হয়েছিল, যেটা অবশ্যই কবুল হবে। আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটিও রেখে দিয়েছিলেন- আমাদের জন্য! আপনার জন্মেরও হাজার বছর পূর্বে, আপনার জন্য এই মানুষটি কাঁদতেন। কিন্তু, আপনি কতটুকু মূল্যায়ন করছেন তাঁর চোখের জলের? "তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসুল (মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। তোমাদের দুঃখ-কষ্ট তাঁর পক্ষে দুঃসহ! তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি সহানুভূতিশীল, দয়ালু।"
(কালেক্টেড ফ্রমঃ বাংলা ইসলামিক রিমাইন্ডার'স ভিডিও)
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানবতার মুক্তির আদর্শ মহানবী সাঃ! উম্মতের জন্যে যার মমতার শেষ ছিল না কখনই!
অথচ হতভাগা আমরা মিথ্যে ফানুসী ভালবাসায় আজ মত্ত!
মন্তব্য করতে লগইন করুন