রক্ত নদী পেরিয়ে আমরাও একদিন ফিরে আসব

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৬ জানুয়ারি, ২০১৫, ১০:২৩:৩২ সকাল

লড়াই আমার দুর্গ

যখন দুঃখ-তরঙ্গে আমি হতবিহবল হয়ে পড়ি।

ধৈর্য আমার খোরাক

যখন বন্ধুর পথে আমি তীব্র ভ্রমণে হাঁপিয়ে ওঠি।

ওরা আমার স্বপ্নকে ভূমিসাৎ করবে কি,

আমার স্বপ্ন যে স্বর্গে বাঁধা!

চাইলে আমার ঘর করুক না বিধ্বস্ত,

এ যে নরম কাদামাটিতে গড়া!

আমি ছড়িয়েই যাব প্রতিবাদের আগ্নেয়গিরি- ওই অমানুষের ঔদ্ধত্বে,

অপমান আর গ্লানিতে ওরা হয়ে উঠুক অপ্রত্যয়ী শকুন!

ওরা আমাকে দমিয়ে আমার অধিকার কেড়ে নিবে?

ওদের সাধ্য নেই- ওরা আমার স্বপ্নে কখনো অধিষ্ঠান করবে!

ওরা ঝরাক না আমার রক্ত, পৃথিবীর গিরিপথে আমার

রক্তের প্রবাহ আর্তনাদ করুক,

তবে শেষ পরিনামে ওরা কখনোই বিজয়ী হতে পারবেনা।

ক্ষমতার দম্ভে ওরা চিরকাল বেঁচে থাকবেনা।

একদিন আমরাও বলব;

আমরা ফিরে এসেছি রক্ত নদী পেরিয়ে-

এখন আমাদের হাতেই ক্ষমতা।

সেদিন কি আমরা জ্বলন্ত আগ্নেয়গিরির মত বিস্ফোরিত হব?

জানিনা জানিনা জানিনা...

(কবিতাটি আমার অন্যান্য ব্লগেও প্রকাশিত হয়েছে)

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299479
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৩০
লজিকাল ভাইছা লিখেছেন : দারুন হয়েছে !!!! দ্রোহের আগুনে পুড়ে যাক জালিমের মসনদ। অনেক ধন্যবাদ সে কবি ।
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৪
242455
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ইশ, যদি দ্রোহের আগুনে জালিমের মসনদ পুড়ে ছাই হত, তাহলে জালিমরূপে কোনো অমানুষের আর কোনো তখতই বুঝি অবশিষ্ট থাকতনা। Yawn Yawn তবে এখন শুধু দ্রোহের আগুন নয়, বাস্তবিক আগুনে ওদের মসনদ জ্বালিয়ে দেয়া ছাড়া আর কোনো উপায় নেই! তাই, বি প্রিপেয়ারড। ফর ইউর লাইফ, ফর ইউর হোপ! Smug Smug
299483
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪০
জোনাকি লিখেছেন : "ওরা আমার স্বপ্নকে ভূমিসাৎ করবে কি,
আমার স্বপ্ন যে স্বর্গে বাঁধা!"
Thumbs Up
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৬
242457
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমার স্বপ্ন তো স্বর্গে বাঁধা, আপনার স্বপ্নও কি নয়? Happy Happy Good Luck Good Luck ভালো থাকুন।
299519
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৪
লিচু চোর ০০৭ লিখেছেন : আমার স্বপ্ন যে স্বর্গে বাঁধা! । ভালো লাগলো ।
299533
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৭
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ। চলুন সবে মিলে স্বপ্ন গড়ি, ওই স্বর্গ সুখের। ভালো থাকুন। Good Luck ;Winking
299541
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩২
নাজমুল আহসান লিখেছেন :
নাজমুল আহসান লিখেছেন : প্রিয় ইমরান বিন আনোয়ার,অসম্ভব ভালো লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমিও আপনার ভক্ত হয়ে গেলাম বৈকি।আমি খুব দু:খিত যে আমার "ছুঁয়ে দিলেই"ব্লগে আপনার করা প্রেরনাদায়ী সেই কমেন্ট ভুলক্রমে অমি মুছে দিয়েছি। আপনি দয়া করে যদি পূণরায় উক্ত ব্লগে কোন মন্তব্য করেন অশেষ কৃতজ্ঞ থাকবো।


299546
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ভাইজান, আমি আপনার ওই লেখাটিতে আবারো কমেন্ট করেছি। সম্ভবত আপনার চোখে পড়েনি। Happy Good Luck আপনার কবিতাটি অসাধারণ ছিল এবং আমার মত পাঠকেরা আপনার সে কবিতাটি পড়ে মুগ্ধ হতে বাধ্য! আপনার আরো অসাধারণ কিছু কবিতা পাবার আশায় রইলাম। ভালো থাকুন। আপনার জন্য শুভকামনা রইল।
299551
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:১০
হতভাগা লিখেছেন : এসব কাবযাব কবিতাতেই সীমাবদ্ধ থাকবে । বাস্তবে সবাই ঘরে বসে হিন্দী সিনেমায় মশগুল ।

আর কালো মানিকের হুমকি তো আছেই ।
299553
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৪
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনার এই নামটি যদি আপনি নিজেই নির্ধারণ করে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার কমনসেন্স খুব ভাল। নাহলে আপনি কীভাবে বুঝলেন যে, আপনি সত্যিই একটা ফাউল-পোড়া কপাল! আর যদি এই নামটি আপনাকে আপনার সামাজিক বন্ধুরা দিয়ে থাকে, তাহলে ধরে নেওয়া যায়, আশেপাশের মানুষগুলোর জন্য আপনি যে কতটা অপদার্থ আর বিরক্তিকর- তা তারা এই নামকরণের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছে! Crying Crying আমার অভ্যাস হল, আমি সবার জন্য শুভ কামনা জানাই। আপনার জন্যও তেমন কিছু কামনা জানিয়ে দিচ্ছি। ভালো থাকুন আপনার মুন্ডুহীন চেঁচামেচি নিয়ে। MOney Eyes MOney Eyes
299559
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৮
আফরা লিখেছেন : ওরা আমার স্বপ্নকে ভূমিসাৎ করবে কি,

আমার স্বপ্ন যে স্বর্গে বাঁধা । খুব সুন্দর কথা বলেছেন ভাইয়া খুব ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
১০
299561
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৪
ইমরান বিন আনোয়ার লিখেছেন : "খুব সুন্দর কথা বলেছেন ভাইয়া খুব ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।" Tongue Tongue
আপনাকেও ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।
১১
299640
০৭ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:০৪
কাহাফ লিখেছেন :
পেঁচার সাধ্য কী আর চন্দ্রালোকের বদনাম করার! কিছু নির্বোধ যদিও পেঁচার সূরে সূর মিলায় অযথা! স্বর্গে বাধা স্বপ্ন পুরণে এমন দ্রোহের জ্বালময়ী কাব্যিকতা সমস্ত অনাসৃষ্টি মিটিয়েই দিবে!
অনেক অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান শ্রদ্ধেয় ইমরান বিন আনোয়ার!! Rose Rose Rose
১২
299656
০৭ জানুয়ারি ২০১৫ সকাল ১১:০৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ভাইজান, আপনি এত সুন্দর কমেন্ট করেন কিভাবে? সত্যি বলছি, আমার কবিতার চেয়ে আপনার কমেন্টগুলোই বেশি সুন্দর হয়! অশেষ শ্রদ্ধা রইল আপনার প্রতি। ভালো থাকুন। Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File