সুন্দরী ম্যাপল গাছ!

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৩ জানুয়ারি, ২০১৫, ১০:২৩:০০ সকাল

ঠিক অনুভূমিক নয়, ঢেউ খেলানো কাঠবিড়ালির নাচে;

গায়ে রঙের অঞ্জলি মেখে,

আর গোলাপি নীল সবুজের আল্পনায় -

ওই যে দাঁড়িয়ে সুন্দরী ম্যাপেল গাছ!

যেন কুমারীর ফুল সজ্জায় ঘাপটি মেরে থাকা রূপের রাণী!

হে পুষ্পিত মহিমান্বিত প্রেমের অধিকর্ত্রী !

তোমার অকিঞ্চন হৃদয়-আলেপে সেই মহাশূণ্যের ওপার থেকে

কখনো দেবতা ইরোস পরিভ্রমনে এসেছিল কি-

'কিউপিড' অথবা ভালবাসার পুতুল হয়ে?

কেন এতটা আলেখ্য অপূর্ব নিসর্গ হয়েছো যে, এখন

গভীর জঙ্গলে উদ্বাস্তু ঋষির তপস্যা ভেঙ্গে খান খান হলে

এর দায় কে নেবে বলো?

তোমার কি ভয় নেই? কোনো রাক্ষুসে মেঘ

টিপটিপ বৃষ্টিরূপে তোমার জলপাই-ভেজা

কাঁচা অঙ্গে যদি 'এসিড' ছুঁড়ে দেয়, কী করবে তুমি?

শুধু একবার, হ্যা একবার বলে দিও; তোমারো একজন

ভালবাসার মানুষ আছে!

দেখবে, সব হিংসুটেরা কেমন দলত্যাগী হয়ে ছুটে পালাবে!

তখন শুধু আমায় বলো, 'তোমায় আমি ভালবাসি'!

বিষয়: বিবিধ

১২৫৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298923
০৩ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৩৪
জোনাকি লিখেছেন : সুন্দর!
298924
০৩ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৪৮
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ
298959
০৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৮
কাহাফ লিখেছেন :
প্রেম-ভালবাসা বিষয়ক কবিতা-গল্প ভয়ংকর অনুভূতি সৃষ্টি করে! এ সব থেকে দূরে থাকাই ভাল থাকার উপায় মনে হয়!

অনেক ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্যে!!
০৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫১
242056
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমারো!Love Struck প্রেম-ভালবাসা বিষয়ক গল্প-কবিতা কেমন যেন অবাস্তব মনে হয়! Surprised অথচ লিখতে গেলে মনে হয়, সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো বুঝি এই অবাস্তব ব্যপারটিতেই লুকিয়ে আছে! Smug অনেক শুভকামনা থাকল আপনার জন্যও। ভালো থাকুন।
298963
০৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪০
অনেক পথ বাকি লিখেছেন : অসাম অসাম Thumbs Up Thumbs Up
০৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৩
242057
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ ধন্যবাদ। অনেক কষ্ট করে লেখাটি পড়েছেন বলে আপনার প্রতি কৃতজ্ঞ! Love Struck Love Struck ভালো থাকুন।
298970
০৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫২
আফরা লিখেছেন : fantastic Rose Rose
298973
০৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : My pleasure! Happy Happy
299180
০৪ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২৮
লজিকাল ভাইছা লিখেছেন : ভালই লাগলো । ধন্যবাদ ভাল একটি কবিতার জন্য ।
299222
০৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৪
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ আপনার ভালোলাগা প্রকাশের জন্য!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File