সুন্দরী ম্যাপল গাছ!
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৩ জানুয়ারি, ২০১৫, ১০:২৩:০০ সকাল
ঠিক অনুভূমিক নয়, ঢেউ খেলানো কাঠবিড়ালির নাচে;
গায়ে রঙের অঞ্জলি মেখে,
আর গোলাপি নীল সবুজের আল্পনায় -
ওই যে দাঁড়িয়ে সুন্দরী ম্যাপেল গাছ!
যেন কুমারীর ফুল সজ্জায় ঘাপটি মেরে থাকা রূপের রাণী!
হে পুষ্পিত মহিমান্বিত প্রেমের অধিকর্ত্রী !
তোমার অকিঞ্চন হৃদয়-আলেপে সেই মহাশূণ্যের ওপার থেকে
কখনো দেবতা ইরোস পরিভ্রমনে এসেছিল কি-
'কিউপিড' অথবা ভালবাসার পুতুল হয়ে?
কেন এতটা আলেখ্য অপূর্ব নিসর্গ হয়েছো যে, এখন
গভীর জঙ্গলে উদ্বাস্তু ঋষির তপস্যা ভেঙ্গে খান খান হলে
এর দায় কে নেবে বলো?
তোমার কি ভয় নেই? কোনো রাক্ষুসে মেঘ
টিপটিপ বৃষ্টিরূপে তোমার জলপাই-ভেজা
কাঁচা অঙ্গে যদি 'এসিড' ছুঁড়ে দেয়, কী করবে তুমি?
শুধু একবার, হ্যা একবার বলে দিও; তোমারো একজন
ভালবাসার মানুষ আছে!
দেখবে, সব হিংসুটেরা কেমন দলত্যাগী হয়ে ছুটে পালাবে!
তখন শুধু আমায় বলো, 'তোমায় আমি ভালবাসি'!
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রেম-ভালবাসা বিষয়ক কবিতা-গল্প ভয়ংকর অনুভূতি সৃষ্টি করে! এ সব থেকে দূরে থাকাই ভাল থাকার উপায় মনে হয়!
অনেক ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্যে!!
মন্তব্য করতে লগইন করুন