সাদা মৃত্যু! (শীতার্ত মানুষের পক্ষ থেকে)
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ৩০ ডিসেম্বর, ২০১৪, ১০:৪১:৪৪ সকাল
হে শৌখিন বিত্তবিভোর মানবাত্মা! দেখো,
আমার লজ্জা নিবারণের দু'টো জামা নেই।
দূর-জঞ্জালে কুড়িয়ে পাওয়া ছেঁড়া পোশাকেই
আমি আবরু বাচাই।
আমার দু'বেলা পেটপুরে খাওয়ার সামর্থ্য নেই,
খিদের জ্বালায় সবার অলক্ষে মাটিতে গড়াগড়ি খাই।
তুমি কি জান, নির্মম 'হাড়কাঁপানো কনকনে ঠাণ্ডা'
আমাদের প্রতি কতটা নির্দয়? যেন বাস্তুহীনে'র অপরাধে
আমাদের প্রতিটি শিরায় সুচের ঘা' বিঁধে দেয়!
এর চেয়ে যদি মৃত্যু হত-
হয়তো অভিমানের জলটুকু জমাট চোখে
আর ভেসে বেড়াতনা!
তোমাদের প্রতি ক্ষোভ নেই, আছে একরাশ দীর্ঘশ্বাস!
উদ্যাম-নাচে ভরা তোমাদের রাতের হর্ষ-ধ্বনিতে
কখনো আমাদের অসহ্য আর্তচিৎকার পৌঁছে কি?
আমাদের মাথার উপরে ছাদ নেই-
আছে বিচ্ছিন্ন ক'টা শীর্ণ কাঠ,
খড়ের বিছানা জোগাড় করতে চষে ফিরি কত শূণ্য মাঠ!
আমাদের কপাটহীন মাথা গোঁজার আশ্রয়ে
হানা দেয় সাদা মৃত্যু, হিম-কুয়াশারূপে;
এই গরিবদের প্রতিই যেন তার শত বিদ্বেষ!
আমরা অভাবী নিঃস্ব করুণাহীন-
তবু জাগে বন্ধু বাঁচার স্বাদ,
এত নিষ্ঠুর জাড়-প্রলয়ে
এ প্রাণ যে আর টিকেনা - দরদী!
একটু হাত বাড়িয়ে দেবে কি?
বিষয়: বিবিধ
১০৫৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে কি এটা জানেন না ?এখন আমাদের দেশের মানুষরা ৪বেলা ভাত খায়।?(উতস পিএম)এ কবিতা কানে পৌঁছুলেই জেলে পুরোবে!
অনেক ধন্যবাদ ভাইয়া বেদনায়ার্ত কবিতার জন্য ।
মানবতার কল্যাণে কাজ করাই ইসলামের নির্দেশ!
আপনার সুন্দর দরদী উপস্হাপনা সবার মাঝে চিন্তার অনুভূতি সৃষ্টি করবে ইনশা আল্লাহ!!
মন্তব্য করতে লগইন করুন