উড়ল তোমার চিঠি আমার শূণ্য ঘরে
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৭ ডিসেম্বর, ২০১৪, ১১:২৮:২৮ সকাল
তখন তুমি অনেক ছোট
বাড়ির উঠোনে 'বৌচি' খেলো
সঙ্গে রাখো পুতুল দু'টো।
ঘরের পাশের রক্তজবা'য়
তোমার হয়তো চোখ পড়েনি
লাল গোলাপের প্রেমের সুবাস
তোমার মনে ঘর বাঁধেনি?
বাঁধল যেদিন ঘর
তোমার চোখে তারার ঝিলিক
আমার প্রাণে ডর!
উড়ল তোমার চিঠি
আমার শূণ্য ঘরে
সেই খুশিতে বিমূঢ় হয়ে
শয্যাতে যাই পড়ে।
মাস ছ'য়েকের প্রেমের বাঁধন
সেই যে শুরু হল,
আট বছরেও আমার মনে
তুমিই হেঁটে চল।
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবুও আমার মনে রবে ভালবাসার রেশ।ধন্যবাদ।
সেই যে শুরু হল,
আট বছরেও আমার মনে
তুমিই হেঁটে চল।
এখনো কি হেঁটে চলছে নাকি থেমে গেছে?
মন্তব্য করতে লগইন করুন