প্রিয় সংগীতশিল্পী সামি ইউসুফের 'ফরগটেন প্রমিস' সঙ্গীতের বাংলানুবাদ।- একটি কল্যাণমূলক পোস্ট

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৬ ডিসেম্বর, ২০১৪, ১১:৪৯:০৬ সকাল

" আজ রাতে পৃথিবী ঘুমিয়ে পড়বে।

কিন্তু আমাদের গড়া অঙ্গীকার বাস্তবায়নের জন্য

খিদের জ্বালা তো আর অপেক্ষা করবেনা।

আমরা একি আত্মার ভাগীদার।

একি জগত বিনিময় করি,

তা অনুভবের জন্য আমাদের হাতে

একটাই সময় আছে।

আমরা একই মানবজাতি,

পাশাপাশি আমরা ভাই ভাই,

আমাদের কোনো অনুশোচনায় ভুগতে হবেনা, কারণ

আমরা ভুলে যাবনা যে আমরা মনুষ্যজাতি...

পাশাপাশি আমাদের সব বোনেরাই একে অপরের বোন।

হে আল্লাহ! আমাদের ক্ষমা করো,

হে প্রতিপালক, আমাদের দয়া করো,

তোমার রিজিক বিলাও ক্ষুধার্তদের জন্য,

তাদের থেকে সব দুঃখ দূর কর।

আমাদের কথা সীমিত করা উচিৎ।

কারণ পেটের খিদা আমাদের প্রতিজ্ঞার

বাস্তবায়নের জন্য অপেক্ষা করবেনা।"

প্লীজ, দারিদ্রপীড়িত ও অসহায় মানুষদের সহায়তা করুন।

বাংলাদেশের শীতার্ত মানুষদের সাহায্য করুন। মানবসেবাতেই

প্রভূর সান্যিধ্য লাভ হয়। আপনার দানের একশ' টাকা, একজন অসহায়

মানুষের তিনবেলা খাবারের পাথেয় হতে পারে।

বিষয়: বিবিধ

১০৩৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297243
২৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৮
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy
একটি কল্যাণমূলক পোস্ট-এর জন্য ধন্যবাদ।
Good Luck Rose
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
240717
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ। আজই কোনো অসহায়কে কিছু অর্থ সহায়তা করুন। অথবা একজন শীতার্থকে একটি সোয়েটার কিনে দিন। মানবতার কল্যাণেই মানবের বিকাশ হোক। ভালো থাকুন। Happy Happy Happy
297245
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০২
নিরবে লিখেছেন : ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
240718
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। চলুন সবাই মিলে নিজদের সাধ্যমত চেষ্টা করি, অসহায়দের পাশে দাঁড়াতে ও তাদের সত্যিকারের কল্যানে কিছুটা ভূমিকা রাখতে। Good Luck Good Luck ভালো থাকুন।
297247
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০২
নিরবে লিখেছেন : Forgotten promises.
Right?
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০০
240719
ইমরান বিন আনোয়ার লিখেছেন : That's it. I forgot the 'Forgotten' word! Thanks for your correction.
297270
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৪
আফরা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ ।
297273
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকুন।
297354
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১২
লজিকাল ভাইছা লিখেছেন : হে আল্লাহ! আমাদের ক্ষমা করো,

হে প্রতিপালক, আমাদের দয়া করো,

তোমার রিজিক বিলাও ক্ষুধার্তদের জন্য,

তাদের থেকে সব দুঃখ দূর কর। আমিন । এই জন্য সামি ইউছুফ কে আমার অনেক ভাল লাগে ।
297358
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:২৬
ইমরান বিন আনোয়ার লিখেছেন : যাক, ব্লগে আমার মত একজন সামি-ভক্তকে পাওয়া গেলো ;Winking Winking আমি জানিনা কেন, তবে সামি'র গাওয়া যেকোনো সঙ্গীতই আমার ভাল লাগে। আর তার সবগুলো সং-ই যে কোনো না কোনো বার্তা প্রদান করে, সেটা তো জানা কথাই! তাই তার প্রতি একটা মানবিক সমর্থন যেন সবসময় আমার মন জানিয়ে দেয়। ভালো লাগলো সামি'র আরো একজন ভক্তের দেখা পেয়ে!লেটস সেলিব্রেট!!!
Good Luck Good Luck
297866
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৯
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File