ফেলানী'র পক্ষ থেকে সবাইকে 'বিজয় দিবসে'র শুভেচ্ছা
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৬ ডিসেম্বর, ২০১৪, ১১:১৬:০০ সকাল
ফেলানী! ওপার থেকে শুনছ নাকি ন্যায়-বিচারের বাণী!
তুমি বড় ভাগ্যবতী!
বহুদিন আগে তোমাকে পিটিয়ে, আছড়িয়ে,
হয়তো ধর্ষণও করে- মেরে ফেলা হয়েছে।
অথচ এখনো তোমাকে নিয়ে কথা হয়,
শোরগোল হয়, বিচারের মঞ্চ নাটক হয়!
আর মাসীদের নাকি সুরে বিলাপ-গীতি হয়!
ওই নির্মম ধারালো কাঁটাতারে,
তোমার পরিত্যক্ত দেহখানি যেভাবে ঝুলছিল,
ভাবছিলাম, তুমিই বুঝি 'নতজানু বাংলাদেশ'!
আর পাষণ্ড বর্বর কাঁটাতারের বেড়া-
যেন বেপরোয়া পাশের মোড়ল দেশটি!
তোমার অভিশাপ বুঝি অশরীরী হয়ে
ঘুরে বেড়ায় কাশ্মীর সীমান্তে;
তাই বড় আপ্লুত হই- যখন দেখি
একটি গুলির বিনিময়ে ওদের তিনজনকে
পাঠিয়ে দেয়া হয় নরকের অগ্নিগর্ভে!
তুমি কি জানো, প্রতিদিন আমরা তোমাকে দেখি
ভিন্ন পোশাকে, অভিন্ন চেহারায়?
আর নেমকহালালে'র দল একই সুরে কথা বলে
ভিন্ন কায়দায়!
ইচ্ছে করে, এপারে-ওপারে যত রাবণের দল আছে
ওদের টুঁটি চেপে ধরি।
ওদের কন্ঠচিরে বেরিয়ে আসুক ভয়ার্ত চিৎকার!
যেন আমরা বুঝতে পারি, ওরা মানুষ নয়-
রক্তখেকো নোংরা পিশাচ!
ফেলানী, আজ তোমার পক্ষ থেকে সবাইকে
বিজয় দিবসের শুভেচ্ছা! জয় ভারতমাতা!
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিজয় দিবসের ভয়াবহ উচ্ছাস দেখা যাচ্ছে বাংলাদেশে!
'ফেলানী'দের কথা কে মনে রাখে!
চেতনাবাজদের হুংকারে পৈশাচিক আওয়াজ!
স্বাধীনতা খুজে ফিরি এদিক-ওদিক!!
আঘাত হেনেছে বাংলায়।
আঘাতে আঘাতে আজ আহত স্বাধীনতা।
নয় শুধু ঐ ফেলানিই নয়।
ওরা মানুষ নয়-রক্তখেকো নোংরা পিশাচ!
ফেলানী, আজ তোমার পক্ষ থেকে সবাইকে
বিজয় দিবসের শুভেচ্ছা! জয় ভারতমাতা!
সীমান্তে লাশ হচছে ফেলানীরা, আর সীমান্তের ভিতরে লাশ হচছে ফেলানীর ভাইয়েরা। ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন