ফেলানী'র পক্ষ থেকে সবাইকে 'বিজয় দিবসে'র শুভেচ্ছা

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৬ ডিসেম্বর, ২০১৪, ১১:১৬:০০ সকাল

ফেলানী! ওপার থেকে শুনছ নাকি ন্যায়-বিচারের বাণী!

তুমি বড় ভাগ্যবতী!

বহুদিন আগে তোমাকে পিটিয়ে, আছড়িয়ে,

হয়তো ধর্ষণও করে- মেরে ফেলা হয়েছে।

অথচ এখনো তোমাকে নিয়ে কথা হয়,

শোরগোল হয়, বিচারের মঞ্চ নাটক হয়!

আর মাসীদের নাকি সুরে বিলাপ-গীতি হয়!

ওই নির্মম ধারালো কাঁটাতারে,

তোমার পরিত্যক্ত দেহখানি যেভাবে ঝুলছিল,

ভাবছিলাম, তুমিই বুঝি 'নতজানু বাংলাদেশ'!

আর পাষণ্ড বর্বর কাঁটাতারের বেড়া-

যেন বেপরোয়া পাশের মোড়ল দেশটি!

তোমার অভিশাপ বুঝি অশরীরী হয়ে

ঘুরে বেড়ায় কাশ্মীর সীমান্তে;

তাই বড় আপ্লুত হই- যখন দেখি

একটি গুলির বিনিময়ে ওদের তিনজনকে

পাঠিয়ে দেয়া হয় নরকের অগ্নিগর্ভে!

তুমি কি জানো, প্রতিদিন আমরা তোমাকে দেখি

ভিন্ন পোশাকে, অভিন্ন চেহারায়?

আর নেমকহালালে'র দল একই সুরে কথা বলে

ভিন্ন কায়দায়!

ইচ্ছে করে, এপারে-ওপারে যত রাবণের দল আছে

ওদের টুঁটি চেপে ধরি।

ওদের কন্ঠচিরে বেরিয়ে আসুক ভয়ার্ত চিৎকার!

যেন আমরা বুঝতে পারি, ওরা মানুষ নয়-

রক্তখেকো নোংরা পিশাচ!

ফেলানী, আজ তোমার পক্ষ থেকে সবাইকে

বিজয় দিবসের শুভেচ্ছা! জয় ভারতমাতা!

বিষয়: বিবিধ

১১৫৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294827
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৬
কাহাফ লিখেছেন :
বিজয় দিবসের ভয়াবহ উচ্ছাস দেখা যাচ্ছে বাংলাদেশে!
'ফেলানী'দের কথা কে মনে রাখে!
চেতনাবাজদের হুংকারে পৈশাচিক আওয়াজ!
স্বাধীনতা খুজে ফিরি এদিক-ওদিক!!
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৮
238311
ইমরান বিন আনোয়ার লিখেছেন : স্বাধীনতা খুঁজে-ফিরে কী লাভ বলুন! চেতনার বিস্ফোরণে স্বাধীনতা ইন্তেকাল ফরমাইছেন! Worried Worried
294833
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৭
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : ওরা ফেলানিকে করেনি আঘাত।
আঘাত হেনেছে বাংলায়।
আঘাতে আঘাতে আজ আহত স্বাধীনতা।
নয় শুধু ঐ ফেলানিই নয়।
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫০
238312
ইমরান বিন আনোয়ার লিখেছেন : নয় শুধু ফেলানিই নয়, ওদের কাছে; এ ভূখন্ডে বেঁচে থাকা প্রতিটি মানুষেরই যেন হয়েছে পরাজয়!
294837
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৩
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : যতদিন পর্যন্ত না ফেলানীদের মৃত্যু বন্ধ হবে এদেশে ততদিন পর্যন্ত বাংলাদেশ পূর্নাঙ্গ স্বাধীন নয়।
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫০
238313
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ১০০ভাগ সত্য কথা! কোনো সন্দেহ নেই।
294854
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৫
সুমন আখন্দ লিখেছেন : আজ মহান বিজয় দিবস। বিজয়ের রঙে রঙিন হোক জীবন। শুভ কামনা।
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫২
238315
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনার জন্যও রইল দুঃখী বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা! ভালো থাকুন। Love Struck
294860
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৪
লজিকাল ভাইছা লিখেছেন : ফেলানী! ওপার থেকে শুনছ নাকি ন্যায়-বিচারের বাণী !!
ওরা মানুষ নয়-রক্তখেকো নোংরা পিশাচ!

ফেলানী, আজ তোমার পক্ষ থেকে সবাইকে

বিজয় দিবসের শুভেচ্ছা! জয় ভারতমাতা!

সীমান্তে লাশ হচছে ফেলানীরা, আর সীমান্তের ভিতরে লাশ হচছে ফেলানীর ভাইয়েরা। ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
294862
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৩
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য এবং আপনার সুন্দর মতামতের জন্য। ভালো থাকুন।
294870
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনি চমৎকার লিখেন, মুগ্ধ হলাম। শুভেচ্ছে বিজয় দিবসের!
294873
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৮
ইমরান বিন আনোয়ার লিখেছেন : কৃতজ্ঞতা বোধ করছি! আপনাকেও শুভেচ্ছা। ভালো থাকুন।
294888
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২৪
238355
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।
১০
294894
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
আফরা লিখেছেন : কবিতা খুব সুন্দর হয়েছে ,ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
১১
294925
১৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : প্রশংসার জন্য কৃতজ্ঞতা! ভালো থাকুন। বিজয় দিবসের শুভেচ্ছা গ্রহণ করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File