স্বপ্ন আমার আকাশ পাতাল

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৪ ডিসেম্বর, ২০১৪, ১০:২৪:১৭ সকাল

বিকেলটা খুব নড়বড়ে তাই,

সন্ধ্যা এলো মুষলধারে।

রাত্রি 'কাতর' মেঘের ভয়ে

বৃষ্টি-মাথায় জ্যোৎস্না ঝরে।

কেউ দেখেনি 'সপ্ন-বালক' ঘুমোচ্ছে

অই আকাশ-বিলে,

ঝাও বনে তার ফানুস উড়ে

মাথায় উকুন ধরছে চিলে।

সকাল হলেও সূর্যটা নেই

এই বেলাতে চাঁদ জেগেছে,

কে দেখেছে খোকার হা্তে

মার খেয়ে সব 'ভূত' ভেগেছে।

নদীর পিঠে বক চেপেছে,

মাছগুলো সব দল বেঁধেছে রাঙ্গা বঁধুর পায়ে,

স্বপ্ন আমার আকাশ-পাতাল,

এদিক-সেদিক ঘুরছে মাতাল;

তেপান্তরের গাঁয়ে

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294145
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৯
অনেক পথ বাকি লিখেছেন : অস্থির কবিতা। তবে কিছুই বুঝলাম না।
১৪ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৯
237765
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আসলে এই কবিতার মূল ভাবনাটাই হল, একটি উলট-পালট স্বপ্নকে বর্ণনা করা। তাই কবিতাটিতে খুব বেশি বাস্তবতার ধার ধারিনি। আমাদের জীবনের অধিকাংশ স্বপ্নগুলোই এমন, বাস্তবের সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ হয়না। আমার কবিতাটিও সে ব্যপারটিই তুলে ধরার চেষ্টা করেছে। আর বেশি 'লেকচার' দিয়ে লাভ নেই! ভালো থাকুন। Happy Happy Happy
294153
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : স্বপ্ন সত্যি কখনো আকাশে কখনো আবার পাতালে! সুন্দর ছড়া। শুভ কামনা রইলো Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose
294230
১৪ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ আপনার বুদ্ধিদীপ্ত মতামতের জন্য! আমার কবিতার ভাবটুকু আপনি খুব ভাল অনুধাবন করেছেন বলে আনন্দবোধ করছি। ভালো থাকুন।
294305
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩০
ভিশু লিখেছেন : হুম। ভালো লাগ্লো বেশ...Happy Good Luck
294314
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : শুকরিয়াহ
294315
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৯
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : ভালো লাগলো অনেক। Rose Rose Rose
294321
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪৬
ইমরান বিন আনোয়ার লিখেছেন : জেনে খুশি হলাম। আপনার মতামতের জন্য কৃতজ্ঞতা বোধ করছি। ভালো থাকুন।
298640
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৩
নাজমুল আহসান লিখেছেন : িপ্রয় ইমরান িবন অােনায়ার,অসম্ভম ভােলা েলখার
298663
০১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৫০
নাজমুল আহসান লিখেছেন : প্রিয় ইমরান বিন আনোয়ার,অসম্ভব ভালো লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমিও আপনার ভক্ত হয়ে গেলাম বৈকি।আমি খুব দু:খিত যে আমার "ছুঁয়ে দিলেই"ব্লগে আপনার করা প্রেরনাদায়ী সেই কমেন্ট ভুলক্রমে অমি মুছে দিয়েছি। আপনি দয়া করে যদি পূণরায় উক্ত ব্লগে কোন মন্তব্য করেন অশেষ কৃতজ্ঞ থাকবো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File