স্বপ্ন আমার আকাশ পাতাল
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৪ ডিসেম্বর, ২০১৪, ১০:২৪:১৭ সকাল
বিকেলটা খুব নড়বড়ে তাই,
সন্ধ্যা এলো মুষলধারে।
রাত্রি 'কাতর' মেঘের ভয়ে
বৃষ্টি-মাথায় জ্যোৎস্না ঝরে।
কেউ দেখেনি 'সপ্ন-বালক' ঘুমোচ্ছে
অই আকাশ-বিলে,
ঝাও বনে তার ফানুস উড়ে
মাথায় উকুন ধরছে চিলে।
সকাল হলেও সূর্যটা নেই
এই বেলাতে চাঁদ জেগেছে,
কে দেখেছে খোকার হা্তে
মার খেয়ে সব 'ভূত' ভেগেছে।
নদীর পিঠে বক চেপেছে,
মাছগুলো সব দল বেঁধেছে রাঙ্গা বঁধুর পায়ে,
স্বপ্ন আমার আকাশ-পাতাল,
এদিক-সেদিক ঘুরছে মাতাল;
তেপান্তরের গাঁয়ে
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন