চিতলের নিত্য সাথী সরষে-গুঁড়োয় নাক জলেনা

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১০ ডিসেম্বর, ২০১৪, ০৯:৪১:৫৮ সকাল

এখন আর হয়না বিকেল বন্ধুর পাশে কোমল ঘাসে,

এখন আর খেলার মাঠে, পরাজিতকেও- দেখিনা হাসে।

এখন আর নেই সে সকাল, শীতের কুয়াশা গায়ে জড়িয়ে-

ধোঁয়া উঠা গরম ভাপা, দেয়না'তো আর মন ভরিয়ে।

এখন আর ঝালমুড়িতে মরিচ খেয়ে চোখ কাঁদেনা,

চিতলের নিত্য সাথী সরষে-গুঁড়োয় নাক জলেনা।

এখন আর তর্কে হেরে বকিনা তোদের 'মিথ্যেবাদী'!

অবশেষে মুচকি হেসে দিইনা ছেড়ে ঝগড়াঝাঁটি।

এখন আর বিকেল হলেই বলিনা যে, 'কোথায় আছিস'?

স্মৃতিদের হাতড়ে ফিরি, মনে বলি 'ভালো থাকিস'!

এখন আর গ্রামের পথে হয়না হাঁটা স্বপ্ন ধরে,

অকারণে যাইনা রেগে, হাসিনা'তো দু'চোখ ভরে।

এখন আর ভর দুপুরেও ঘাম ঝরিয়ে খেলিনা ক্রিকেট,

কাটাকাটি-কথার বিবাদ হয়না- আগে করবে কে ব্যাট?

এখন আর জীবন মানেই ভেসে থাকা রঙধনু নয়,

হিসেবের একটু ভুলেই ধেয়ে আসে জয়-পরাজয়।

এখন আর পাইনা তোদের সবসময়ের আড্ডাগুলোয়,

অতীতের সুখ-পাখিরা উড়ে গেছে পেঁজা তুলোয়।

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292934
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাহ্‌! বেশ সুন্দর হয়েছে Thumbs Up Rose
292944
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১৬
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ, আপনার আন্তরিক প্রশংসার জন্য
293019
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০৬
আফরা লিখেছেন : সুন্দর কবিতা ! আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে ----ধন্যবাদ ।
293026
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : জীবনটা শুধু যেন হারিয়ে যাওয়ার জন্যই! সবকিছুই হারিয়ে যায়! শুধু থেকে যাবে এই লেখাগুলো, হয়ত! তাই সব হারানোকে বন্দি করি 'বেঁচে যাওয়া লেখা'র মাঝেই। মতামতের জন্য ধন্যবাদ। ভালো থাকুন!
293027
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরা লিখেছেন : সুন্দর কবিতা ! আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে ----ধন্যবাদ । Good Luck Good Luck
293037
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৩
ইমরান বিন আনোয়ার লিখেছেন : কবিতাটি পড়েছেন বলে ধন্যবাদ জানাই। আপনাদের উপস্থিতি আমাদের জন্য অনেক বড় প্রেরণার, তাই আপনারা যেন কখনো হারিয়ে না যান, সেই দোয়াই করি। ভালো থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File