আমরা ভাতের বদলে 'স্বাধীনতা' খাই
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৭ ডিসেম্বর, ২০১৪, ১০:২৯:০৭ সকাল
আমরা পাকিস্তানী, আমরা ইন্ডিয়ান,
পাক-ভারতের সুখে-দুঃখে মেশে এই আমাদের প্রাণ!
আমরা পতাকায় দেশপ্রেমিক, অন্তরে সেবাদাস,
ভাই-দাদা'দের সিদ্ধি'রা হয় আমাদের বুকে চাষ।
ওই দাদা যদি বলে 'লাগছে গরম'- আমরা খুলি কাপড়,
আজীবন ধরে শোধ করি ঋণ বগলে বাজাই চাপড়!
আমরা চেঁচাই ষাঁড়ের মত, 'আহারে লাল-সবুজ'!
জেনেশুনে দেশ রসাতলে ঠেলে সবে মিলে সাজি অবুঝ!
আমরা যদিও হয়েছি নাদান তবু আছে গৌরব;
দাদা'র জন্য বিলাই এ প্রাণ, সঁপি দেহ-সৌরভ!
আমরা তেতাল্লিশেও শিশু, নাম 'দুঃখী বাংলাদেশ',
ভাতের বদলে স্বাধীনতা খাই চেতনা চিবাই অশেষ।
এমন দেশটি কোথাও খুঁজে পাবেনা-কো তুমি,
নিজের পেটেই লাথি মেরে পরে শহীদ মিনারে চুমি!
ক্ষয় হোক সব বিরোধী শিবির বেঁচে থাক স্বাধীনতা,
ওয়াইনে'র গ্লাসে চুমুক দিয়ে গড়ে উঠি 'জননেতা'।
আমরা পথে-ঘাটে সাজি মুক্তিযোদ্ধা, জন্মি শাহবাগে,
শাপলা'তে যেয়ে তাকবির দিয়ে ফুঁসে উঠি খর রাগে।
আমরা দ্বিতীয়-তৃতীয় মুক্তিযুদ্ধে শাহাদাত করি বরণ,
জন্ম-যুদ্ধে মজি সারারাত, জলবৎ করি চরণ!
আমরা ধর্মকে রাখি মাথার উপরে বুকের ভিতরে ছাই!
রাতের আঁধারে মৃতদেহ ফেলে দৌড়ে পালিয়ে যাই।
আমরা ঘরের কোণের বীর, করি হুঙ্কারে চৌচির,
কর্মসূচির বৃষ্টি নামায়ে খুঁজি নিরাপদ নীড়।
আমরা গণতন্ত্রের মধুর বাণীতে উল্লাসে ফেটে পড়ি,
চাটুকারিতার আশীর্বাদে ক্ষমতার পথ ধরি।
আমরা সংবিধানের মলাটে লিখি, 'ক্ষমতা জনগনের',
সুযোগে তাদের ছিঁড়ে-খুলে নিয়ে পর্বত গড়ি ধনের!
আমরা একাত্তরের 'মা জননী'কে কবর দিয়েছি সবে,
জোর আছে যার লগি-বৈঠার সে-ই ক্ষমতায় যাবে!
কার আছে বলো 'অযথা সময়' দেশকে নিয়ে ভাবার,
চুরি-ডাকাতি, গলাবাজিতেই হয়ে যায় সব সাবাড়।
আমাদের দেশে এমন ছেলেটি আসবে কি কভু আর,
দেশ গড়া আর মানব-সেবায় সময় কাটবে যার?
আমরা অভাগা-অকেজো বলে, নিয়তির সাজা ভুগি,
ভেজালে-ভেজালে পচে গেছে মন দেশ হয়েগেছে রোগী!
সবশেষে বলি একটাই কথা, 'দেশকে ভালোবাসো'!
পশু হয়োনা, মানুষ সাজো, দেশের জন্য হাসো।
বিষয়: বিবিধ
১০৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন