আরবী বর্ণমালার বাংলা কবিতাঃ (আরবী থেকে অনুবাদ) পর্ব-১

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৭ নভেম্বর, ২০১৪, ১০:০১:০৫ সকাল

আলিফুন-আরনাব (খরগোশ) ছুটে আর খেলাধুলা করে,

খায় সে গাঁজর- যেন ক্লান্তিতে নুয়ে না পড়ে।

বা-উন বাত্তাহ (হাঁস) খুব করে হৈচৈ আর লাফালাফি,

তা' দেখে বিড়াল মামা- হেসে হয় খুন আর করে ঝাপাঝাঁপি।

তা-উন তাজ (মুকুট) শোভা পায় শিয়রে,

তাতে আছে সোনা আর কত হীরে আহারে!

ছা-উন ছা'লাব (শিয়াল) মুরগি শিকার করে,

প্রয়োজনমত বেটা- বুদ্ধি মাথায় ধরে।

জীমুন জামালুন (উট) চড়ে-ফিরে মরুতে,

যেন সে বিরাট তরী ভেসে চলে নদীতে।

হা'-উন হাজ্জুন (হজ্জ) অনুরাগে ভরা,

প্রিয় সে কা'বার পাশে সবে মিলে ঘুরা।

খা-উন খুবজুন (রুটি) বণিকের কাছে,

আহারে গ্রহণ করে- যার ক্ষুধা আছে।

দালুন-দীক (মোরগ) মিষ্টি সুরের জীব,

দাঁড়িয়ে 'আজান' দেয় ছাদে উঠে- এই বীর!

জালুন-জি'বুন (নেকড়ে বাঘ) হিংস্র কঠিন সে,

তাকে ভীত করে তোলে পচা এক কুকুরে!

রা-উন রাজুলুন (মানুষ) ধর্মকে মেনে চলে,

অবিচল-বিশ্বাসী, ন্যায়-হক কথা বলে।

যা-উন যাহরাহ (ফুল) লাল হলুদের রূপে,

অপরূপ মাধুরীতে ধরা পড়ে এই চোখে।

সীনুন সা'আহ (ঘড়ি) সময়ের আলোড়ন,

পাঠশালা কিবা ঘরে আমাকে জানায় ক্ষণ।

শীনুন শামসুন (সূর্য) শক্তিমানের (আল্লাহ'র) গড়া,

আলো ঝলমলে আর উষ্ণ তাপে ভরা।

সোয়াদুন সা'ইদ (শিকারী) জাল পেতে রাখে,

একটু পরেই মাছ ধরে ঝাঁকে ঝাঁকে।

দোয়াদুন দাবিত (নীতিমালা) দেশ রাখে নিরাপদ,

স্বস্তি বিলায় আর ঘর করে হেফাজত।... (চলবে

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288722
২৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:২২
কাহাফ লিখেছেন :

ইসলামের অনুশাসন পরিপুর্ণ রুপে বুঝতে হলে আরবী ভাষা শেখার বিকল্প নেই!
মুসলিমদের জন্য আরবী ভাষার প্রতি মহব্বতও থাকতে হবে!
সুন্দর ভাবে কবিতার ছন্দায়োজনে আরবী বর্ণমালা পরিচয় করিয়ে দেয়ায় অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাচ্ছি! Thumbs Up Thumbs Up Rose Rose
২৭ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১১
232485
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনাকেও আল্লাহ তায়া'লা উত্তম বিনিময় দান করুন। আপনার কথায় দারুণ প্রেরণা ও উৎসাহ বোধ করছি। আরবীকে ভালবাসা ও এটিকে জানার মাধ্যমে আমরা অবশ্যই জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সম্পর্কে অবহিত হতে পারব। আল্লাহ তায়ালা আমাদেরকে ভালভাবে আরবী শেখা ও বুঝার তৌফিক দান করুন।
288743
২৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩২
ইশতিয়াক আহমেদ লিখেছেন : জাযাকাল্লাহ Good Luck
288797
২৭ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১১
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ওয়া ইয়্যাকা ইয়া আখিল কারীম!
289080
২৮ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৫৬
মুহাম্মদ_২ লিখেছেন : জাযাকাল্লাহ ।ভাই চালিয়ে যান। অনেক উপকারে লাগবে । ২য় পর্বটা তাড়াতাড়ি দিয়েন। আমিও এই আরবী শেখার ভিডিওগুলো অনুবাদ করতে করতে চেয়েছিলাম কিন্তু সময় পাই নি । আপনি করেন। ধন্যবাদ।
289081
২৮ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৫৭
মুহাম্মদ_২ লিখেছেন : ইসলামের অনুশাসন পরিপুর্ণ রুপে বুঝতে হলে আরবী ভাষা শেখার বিকল্প নেই!
মুসলিমদের জন্য আরবী ভাষার প্রতি মহব্বতও থাকতে হবে!
289160
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : শুকরিয়া, মুহাম্মদ ভাই! আপনার উৎসাহ আন্তরিকভাবে গ্রহণ করছি। ২য় পর্বটা আজই দিলাম। কষ্ট করে পরবেন আশা করি।
289373
২৯ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০৯
মুহাম্মদ_২ লিখেছেন : ২য় পর্বটাও ডাউনলোড করে প্রিন্ট করলাম যাতে আমার মেয়ে ভিডিওটি দেখতে দেখতে পড়তে পারে। আরও আরবী শেখাবেন আশা করি ।অনেক ধন্যবাদ।
289660
২৯ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : শুকরিয়া, আল্লাহ আমার এই সামান্য শ্রমকে কবুল করেছেন বলে আমি নিজেকে ধন্য মনে করছি। ভাইজান, দুই-একটা জায়গায় ছন্দের মিল রাখার জন্য কিছুটা ভাবার্থ প্রয়োগ করেছি। সে জায়গাগুলো আপনি আপনার মেয়েকে বুঝিয়ে দেবেন বলে আমার অনুরোধ রইল। আল্লাহ আপনার মেয়েকে আরবী ভাষায় দক্ষ ও পারদর্শী হওয়ার তৌফিক দান করুন। আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File