এ মৃত্যুতে আমার কী-বা আসে যায়!

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০১ নভেম্বর, ২০১৪, ০৮:৪৩:৪৬ সকাল

জীবনের শেষ প্রান্তে এসে, জানি মৃত্যুই অবধারিত।

মৃত্যুর প্রথম স্পর্শে, আমি তোমার দেখা পেয়ে গেলে,

দু'দিন আগে অথবা পরে মৃত্যুতে, প্রিয়জনের বিচ্ছেদে

এমন কী-বা আসে যায়!

ফাঁসিতে ঝুলিয়ে, আগুনে পুড়িয়ে, কিংবা সাগরের

তলদেশে ডুবিয়ে, আমার এ দেহখানি জীবনশূণ্য করা হলে,

আমি এতটুকু শঙ্কিত নই।

শুধু তোমার করুণা পেয়ে গেলে- একটু দুঃখের মৃত্যুতে

আমার কী-বা আসে যায়!

যাদেরে তুমি মানুষ পরিচয়ে পশু বানিয়েছ,

আমি তাদের কাছে নিন্দনীয়, তোমার আদেশেই।

ধর্ম ওদের কাছে ভয়ের শ্লোগান,

তোমার নিয়মে অবজ্ঞা ওদের, তাই-

আমি যদি হই শেকলে বাঁধা, সেদ্ধ হই ব্যথার উনূনে,

এ অবিলম্বিত কষ্ট-যাতনায়, আমার কী-বা আসে যায়!

আমি যদি হই অপরাধী আর হৃদয়ে মাখি কলঙ্ক,

তোমার অজানা কিছু নয় প্রভূ! বিচারের ভার গ্রহণ করো।

মিথ্যা অথবা কুৎসা ছড়িয়ে, আমায় অনাদৃত করেছে যারা

তাদেরে আমি ক্ষমা করে দিব, শুধু তুমি যদি হও একটু সহায়

তবে ক্ষীণ অপমানে কী-বা আসে যায়!

এ পথে আমি একা নই জানি, কত মহিমান্বিত আলোর পুরুষ

শুধু তোমার অনুজ্ঞা ছড়িয়ে দেওয়ায়, প্রাণদণ্ডে হয়েছে 'ধন্য' ।

আমি সেখানে তুচ্ছ-নির্গুণ, তোমার দু'কথা মেলে ধরেছি কিনা-

তুমি ভালবেসে আমায় ডাকলে, তোমার খুশিতে এ জীবন গেলে,

সে অধীরতায় কী-বা আসে যায়!

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280201
০১ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৪
নিরবে লিখেছেন : এ পথে আমি একা নই জানি, কত মহিমান্বিত আলোর পুরুষ

শুধু তোমার অনুজ্ঞা ছড়িয়ে দেওয়ায়, প্রাণদণ্ডে হয়েছে 'ধন্য'. তুখোড় লিখেছেন। পিলাচ
280265
০১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ। ভালো থাকুন।
280282
০১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৮
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০১ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৩
223890
ইমরান বিন আনোয়ার লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ
280310
০১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তুমি ভালবেসে আমায় ডাকলে, তোমার খুশিতে এ জীবন গেলে, সে অধীরতায় কী-বা আসে যায়!

ওয়াও ওয়াও Excellent Excellent Thumbs Up Thumbs Up
280325
০১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ। উৎসাহ এবং প্রেরণা পেলে মানুষ অনেক অসাধ্য সাধন করতে পারে। আপনার প্রশংসার জন্য কৃতজ্ঞতা ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File