ও আমার ঈদ! ও আমার কষ্ট! (২) ০৬।১০।২০১৪
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৮ অক্টোবর, ২০১৪, ০৫:৩১:০৯ বিকাল
আজ আমাদের দেশে ঈদের মিষ্টি ভোর জেগে উঠেছে। একটা সময় আকাশের সূর্যটি ডানা মেলতে শুরু করবে। বেলা বাড়বে। ধীরে ধীরে ঈদের আনন্দ পৌঁছে যাবে প্রতিটি দুঃখী-অন্তরে। বাচ্চারা প্রজাপতি হবে। বড়রা স্নেহের মশাল ছড়াবেন। ভালবাসা-আনন্দে দিনটি কেমন স্বর্গীয় আলোকোজ্জ্বল হবে- সেটা যেন কল্পনাতেও দ্যুতি ছড়িয়ে দেয়। অথচ আমরা, প্রবাসীরা, ঈদ নামক 'যন্ত্রণা'র উৎসবে জীবনকে নিয়ে অর্থহীন ভাবনাতেই ঘোরপাক খাই। সকালে যখন আম্মাকে ফোন করলাম, তিনি কেঁদে কেঁদে বলছিলেন, "তুই যদি থাকতি, তাহলে সবকিছু ঘুরে ঘুরে দেখতি...।" এই ঘুরে ঘুরে দেখা মানে কোরবানির সময়টাতে সবার সঙ্গে থাকা। এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছুটে যাওয়া। আল্লাহ'র জন্য পশু কোরবানির মুহূর্তে অন্যদেরকে সহযোগিতা করা। ঘরের কোনো প্রয়োজনে ব্যস্ত হয়ে দোকানে দৌড়ানো, এই তো...। তাছাড়া পরিবারের সবাই যখন দুপুরে একসাথে বসে তাজা রসনায় আনন্দমুখ করবে, সেখানে কি আমার অংশগ্রহণ থাকতনা! আম্মা অথবা বড়'পা নিজ হাতে আমাকে একটি নরম গোশত দিয়ে বলতেন, "এটা খা। এটা খেলে অনেক স্বাদ পাবি।" ভাইবোনের খুনসুটি, ছোটদের ঝগড়া-হাসি, ভেতর থেকে ডেগ-পাতিলের অস্থির আওয়াজ; সবকিছুতেই আমার অস্তিত্বের অবচেতন স্পর্শ জড়িয়ে যেত কোনো সংশয় ছাড়াই। হ্যা, সবকিছুই হত। ভাবনার আলিঙ্গনে যত বাস্তব ইচ্ছা, সবকিছুই সম্ভব ছিল। তবে এখন সম্ভব নয়। প্রবাসে সম্ভাবনার কোনো সার্থকতা নেই। যদি দেশে থাকতাম, বন্ধুদের সাথে বিকেলে ঘুরতে যাওয়াসহ আরো কত আনন্দের উপাদান আমরা খুঁজে বেড়াতাম, সে আর বলতে! তবে আমার দুর্ভাগ্য, আমি এখন দেশে নেই। দেশে না থাকার দুর্ভাগ্য প্রতিটি পদক্ষেপে আমাদের স্মরণ করিয়ে দেয় যে, প্রবাসে নিবিড় আনন্দ বলতে কিছু নেই। তাই ঈদের মত একটি সার্বজনীন পরমানন্দের দিনেও আমাদেরকে সময় কাটাতে হয় ঘুমিয়ে ঘুমিয়ে। অতীতের হারিয়ে যাওয়া সুখস্মৃতি রোমন্থন করে। হাহ... ভাগ্য আমাদের প্রসন্ন হোক! ভাল থাকুক প্রতিটি প্রবাস-অন্তর। সবাইকে ঈদ মোবারাক।
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন