পাঠকদের একটু সহযোগিতা কামনা করছি
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ৩০ মে, ২০১৪, ০৮:৫০:৫৪ সকাল
জীবনের শুরু থেকেই বড় লেখকদের লেখা পড়ে অভ্যস্ত হয়ে গেছি, ফলে কিছুটা অপরিচিত অথবা একেবারেই নবীন লেখকদের অনেক গুরুত্বপূর্ণ তবে কিছুটা অপরিপূর্ণ লেখা পড়ে কেন যেন মাঝেমাঝে তৃপ্ত হতে পারিনা। এটা ঠিক যে, বিষয়-বিবেচনায় অনেকের লেখা খুব বেশি মনোযোগের দাবি রাখে। তবে ওই যে বললাম, বড়দের লেখার সাথে তুলনা করতে গিয়ে অনেক সময় তাদের লেখাগুলো পড়তে আগ্রহ হারিয়ে ফেলি। এটা হয়তো ঠিক নয় এবং বিষয়-অবগতির ক্ষেত্রে এটা (লেখা মানসম্পন্ন হওয়া) তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারও নয়! তবু আমার মনে অতৃপ্তির একটা ছায়া সবসময় বিরাজ করে তুলনামূলক কম মানের লেখাগুলো পড়তে। ব্যপারটা যদি অপরাধ হয় তবে সে অপরাধে আমি গুরুতরভাবে অভিযুক্ত! সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কথাগুলো বলার জন্য।
আসলে আমার আজকের এই লেখাটির মূল উদ্দেশ্য হল, ব্লগের প্রিয় লেখক ভাইদের কাছে একটু সহযোগিতা চাওয়া। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি স্বপ্নের একটি হল, নিজেকে একজন সত্যিকারের লেখক হিসেবে প্রতিষ্ঠা করব (ইনশাআল্লাহ)। আর সেই লক্ষ পূরণে আজ পর্যন্ত বহুজনের কাছেই ধরণা দিয়েছি। নিজের অনুরাগ ব্যক্ত করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কারো কাছেই আশানুরূপ সহায়তা পাইনি। আমি চাই কারো প্রত্যক্ষ মদদে আমার লেখাগুলো পরিচ্ছন্ন হয়ে উঠুক। সে লক্ষে আমার সাধ্যে কুলায় এমন সবকিছু করতেই রাজি আছি আমি। শুধু মহৎ কোনো ব্যক্তি যদি আমার স্বপ্নটাকে একটু আন্তরিকভাবে পরিচর্যা করে দেন! তবে একটা ব্যপার খুব গুরুত্বপূর্ণ, যিনি আমাকে পরিচালনা করবেন তিনি যেন তার লেখনী দিয়ে আমার শ্রদ্ধাটুকু অর্জন করে নেন। এতে আমি পূর্ণ ভক্তির সাথে তার নির্দেশনাগুলো মেনে চলতে পারব। আছেন কি কেউ এমন, যিনি আমার জন্য তার আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন!
পাঠকদের প্রতি অনুরোধ রইল, আপনাদের পরিচিত কোনো শ্রদ্ধাভাজন 'কলম সৈনিক' যদি থাকেন তো' তার সাথে আমার পরিচিত হবার একটা সুযোগ করে দিবেন, প্লীজ!
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেতিবাচক দিক পরিহার করুন।
মোষ্ট ওয়েলকাম।
আশা করি মনে কষ্ট নেবেন না। দোয়া করছি- আল্লাহ আপনাকে কামিয়াব করুন এবং সাথে সাথে সঠিক বুঝও দান করুন। ধন্যবাদ।
আর আমাদের বানানরীতিই যেখানে বেসামাল, সেখানে প্রমিত বানানরীতি গড়ে উঠতে আরো সময় লাগবে আমাদের বাংলা একাডেমী'র।
যাক-আপনি আমার ব্লগে ঢুকতে পারেন--যদি উপকার পান-- আপনাকে অনেক ধন্যবাদ
৬ নাম্বার কমেন্টকারী ‘শাহ আলম বাদশা’ ভাই একজন কবি এবং সাহিত্যিক। তাঁর সাথে যোগাযোগ রাখলে উপকৃত হবেন, আশাকরি।
কারো কমেন্টের জবাব দেয়ার জন্য নীল রঙের তীর চিহ্নটিতে ক্লিক করুন, তারপর জবাব লিখুন। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন