হেফাজতের সেই শহীদ ভাইদের উদ্দেশ্যে আমার এই ছোট্ট কবিতা নিবেদন

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৮ মে, ২০১৪, ১০:১৩:৫৭ সকাল

সে আলোহীন অন্ধকার রাত

স্বদেশের আকাশকে জানি ভড়কে দিয়েছিল!

মানুষগুলো নিজেদের বাঁচাতে আশ্রয় খুঁজছিল

মমতাহীন শাপলার উদরে।

তাদের বিশ্বাস হচ্ছিলনা,

তারা কি বেঁচে আছে- না মরে গেছে!

পশুগুলো যখন ট্যাংক আর মারণাস্ত্র দিয়ে

অগ্নি-গোলা বর্ষণ করে চলেছে,

দেখলাম; কিছুই আর আমাদের অবশিষ্ট থাকেনি।

শুধু ভয়ালু মৃত্যু উপত্যকায় একটা আওয়াজই

ভেসে বেড়িয়েছে-

"আমরা তবু হেরে যাবনা।

না, লড়াই ব্যতিরেকে

আমরা কখনো পরাজিত হবনা।"

আমাদের মাটিকে জ্বালিয়ে দিতে পারো,

আমাদের প্রাণ- সবকিছু কেড়ে নিতে পারো,

কিন্তু আমাদের বিশ্বাস কখনো থমকে যাবেনা ।

এই অস্থির মৃত্যু-নাচে

আমরা কখনো পরাজিত হবনা।

দূর্বল আর আর ঘুমিয়ে থাকা অবুঝ-প্রাণগুলো

দেখেছি- একের পর এক লুটিয়ে পড়েছে।

তখন মানবাধিকারের ভেড়াগুলো

কে ভালো-কে মন্দ সে তর্কে জড়িয়েছে।

তাদের মুন্ডুহীন নীতিকথার আড়ালে

আমাদের শিরায় আঘাত করেছে বুলেটের শীশা!

এতটা কষ্ট, চোখের জল আর রক্ত-সাগরেও

সে মৃত্যু উপত্যকায় একটা সুরই বেজেছে,

"আমরা তবু হেরে যাবনা।

না, লড়াই ব্যতিরেকে

আমরা কখনো পরাজিত হবনা।"

বিষয়: বিবিধ

১১৫৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227311
২৮ মে ২০১৪ সকাল ১০:৪৯
মাজহার১৩ লিখেছেন : কবিতাটা সুন্দর হয়েছে। এরকমই আশা ছিল, কিন্তু বাস্তব দৃশ্য এরকম না।
২৮ মে ২০১৪ দুপুর ০২:৩৭
174297
ইমরান বিন আনোয়ার লিখেছেন : বাস্তব দৃশ্যটাতো সে রাতে আরো ভয়াবহ ছিল। আপনি ঠিক কোন দৃশ্যটি বুঝাতে চাইছেন আমি জানিনা।
227344
২৮ মে ২০১৪ সকাল ১১:৫৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
২৮ মে ২০১৪ দুপুর ০২:১৮
174286
ইমরান বিন আনোয়ার লিখেছেন : কবিতাটা কষ্ট করে পড়েছেন বলে আপনাকেও ধন্যবাদ। Angel
227408
২৮ মে ২০১৪ দুপুর ০২:১৪
ভিশু লিখেছেন : জননেত্রী চরম পরহেজগার মাননীয় শেখ হাসিনা ঐ কালো রাতে তাহাজ্জুদের সিজদার ফাঁকে ফাঁকে ঐ গণহত্যা মনিটর করছিলেন! আর যখন সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে লাশগুলো নিয়ে জুরাইনে দাফন করা হচ্ছিলো - তখন তিনি পাক-কোরান তিলাওয়াতে রত ছিলেন! আর খালেদা তখন নাক ডেকে ডেকে ঘুমচ্ছিলেন! জয় বাংলা! বাংলার জয়!
২৮ মে ২০১৪ দুপুর ০২:২৩
174291
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ঠিক কথাই বলেছেন। ওনার পরহেজগারির কারণেই তো সেদিন হাজার হাজার মানুষ বেঁচে ফিরেছে। যে কয়েকশ' বা কয়েক হাজার মানুষ মারা গিয়েছে তারা তো ওনার তাহাজ্জুদের জায়নামাজ ছিনিয়ে আনতে গিয়েছিল!
227444
২৮ মে ২০১৪ দুপুর ০৩:১৬
আহমদ মুসা লিখেছেন : হেফাজতে ইসলামের জন্মের পর হঠাৎ ডাইনামিংভাবে উত্থানে যেমন চমক সৃষ্টি করেছিল তেমনি ক্রমান্বয়ের নিভিয়ে যাওয়ার পক্রিয়াটা অবধারিত স্বাভাবিক হওয়ার ব্যাপারটা অনেকেই সহজভাবে নিতে পারছে না।
২৮ মে ২০১৪ দুপুর ০৩:৪০
174317
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ঠিক বলছেন। এটা নিয়ে অনেকেরই মনে দ্বিধা সৃষ্টি হয়েছে। আমারও। আল্লাহই জানেন এর রহস্যটা কি?
227472
২৮ মে ২০১৪ বিকাল ০৪:০৫
পুস্পিতা লিখেছেন : এত রক্ত, এত শাহাদাত বৃথা যাবে না।
২৮ মে ২০১৪ বিকাল ০৫:২০
174361
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শহীদ ভাইদের আত্মদান কবুল করুন।
227559
২৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
ইয়াফি লিখেছেন : শহীদ মওলানা মতিউর রহমান! সেই আওয়ামী জাহেলিয়াতের বর্বর হামলার রাতে সমাবেশ থেকে বাড়ী ফেরার পথে কুমিল্লা রেল ষ্টেশনে বিরতিরত ট্রেনে দলবদ্ধ সমাবেশ-ফেরত ৩ জন থেকে আওয়ামী হায়েনার দল শহীদ মওলানা মতিউর রহমানকে টেনে হিঁচড়ে নিচে ফেলে উপুর্যপরি ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করে!সেই ভয়াল রাতে সহস্রাধিক আলেম, হাফেজে কুরআন ও অসংখ্য পবিত্র কোরআনের কপির শাহাদাতবরণ বৃথা যেতে পারেনা!
227633
২৮ মে ২০১৪ রাত ০৮:৩৩
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমরা আল্লাহ'র কাছে এই অন্যায়ের বিচার চাই। আমৃত্যু এর বিচার চাইব। যতটা স্বেচ্ছাচারিতা আর দানবীয় হিংস্রতা আমাদের উপর চালানো হয়েছে, সে অপকর্মের যথোপযুক্ত বিচার হওয়া ছাড়া আমাদের শহীদ ভাইদের আত্মা শান্তি পাবেনা। আল্লাহ তায়ালা শহীদ মাওলানা মতিউর রহমান ভাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।
227694
২৮ মে ২০১৪ রাত ১০:৩০
নিশা৩ লিখেছেন : মহান আল্লাহ্র কাছেই সব যুলুমের বিচার চাই। অনেক ধন্যবাদ লেখার জন্য।
227710
২৮ মে ২০১৪ রাত ১০:৪৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। বিশ্বাস করি, একদিন আমরা এই বর্বরতার পরিণাম দেখতে পাব।
১০
227737
২৮ মে ২০১৪ রাত ১১:৪৪
নোমান২৯ লিখেছেন :






গায়ে বিদ্যুতস্পৃষ্টের মতো কেন যেন কিসের স্রোত বয়ে গেল ?
১১
227754
২৯ মে ২০১৪ রাত ১২:৪০
ইমরান বিন আনোয়ার লিখেছেন : হুম,,, সেদিনের ঘটনা যাদের মনে আছে, তাদের এই অনুভূতি হওয়াটা অস্বাভাবিক নয়। বরং এটাই মনে হয় কাম্য!
১২
227914
২৯ মে ২০১৪ দুপুর ০২:১৬
ওয়াচডগ বিডি লিখেছেন : শহিদের রক্ত কখনো বৃথা যাবে না।ইন-শা-আল্লাহ
১৩
227945
২৯ মে ২০১৪ দুপুর ০৩:৪৩
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ইন-শা-আল্লাহ
১৪
228926
০১ জুন ২০১৪ সকাল ১১:১৩
egypt12 লিখেছেন : বিদেহি আত্মাগুলোর মাগফেরাত কামনা করছি...এবং আল্লাহর দরবারে তাদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করছি Rose Rose Rose
১৫
230819
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৫৭
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমীন।
১৬
230841
০৫ জুন ২০১৪ সকাল ১০:৪৩
আহ জীবন লিখেছেন : নেতাদের নিয়ত কি ছিল জানিনা, তবে যারা শহীদ হয়েছেন রক্তের অভিশাপ পড়বে একদিন না একদিন।
হায়েনার উপর, আমাদের উপর।
১৭
230843
০৫ জুন ২০১৪ সকাল ১০:৪৪
আহ জীবন লিখেছেন : নেতাদের নিয়ত কি ছিল জানিনা, তবে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের অভিশাপ পড়বে একদিন না একদিন।
হায়েনার উপর, আমাদের উপর।
১৮
230936
০৫ জুন ২০১৪ দুপুর ০৩:৪৮
ইমরান বিন আনোয়ার লিখেছেন : হ্যা, সম্ভবত আপনার কথাই ফলে যাবে। দুঃখী-শহীদ ভাইদের রক্তের দাম আমরা শোধ করতে না পারলে একদিন আমাদেরকে আরো চড়া মূল্য দিতে হবে।
১৯
248917
২৮ জুলাই ২০১৪ রাত ১২:২৪
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File