হেফাজতের সেই নেতাদের বলছি

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২২ মে, ২০১৪, ০৫:৪৩:১০ বিকাল

ক্ষোভটা শুধু আমার নয়, নিজেকে প্রতারিত ভাবেন এমন যে কারো মনেই এই ক্ষোভের সঞ্চার হতে পারে, এবং হয়েছেও তাই। আমাদের এই 'মন্দ কথা' যাদের আত্মসম্মানকে আঘাত করেছে বলে মনে করবেন, তাদের প্রতি আহ্বান, আসুন আমরা আল্লাহ'র কাছে বিচার দাবি করি। যদি আমাদের এই 'অসমীচীন' প্রতিবাদ আপনাদের 'নিষ্কলুষ' ব্যক্তিত্বকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করে, তবে আল্লাহ যেন আমাদের 'কুচক্রী' মনোভাব থেকে আপনাদের রক্ষা করেন। আর বিপরিতে যদি আপনাদের 'জ্ঞানহীন স্বার্থপরতা' আমাদের মত আকাঙ্ক্ষী মানুষগুলোকে ব্যথার অনলে দগ্ধ করে-এবং ফলাফলে আমরা প্রতিবাদ করে থাকি, তবে এর দায়ভারও সবটুকু আপনাদের উপরই বর্তাবে। মনে রাখবেন, সীমিত সামর্থের এই ব্যথিত মানুষগুলোকে আপাত ক্ষমতার শক্তিতে দূরে সরিয়ে রাখতে পারলেও আল্লাহ'র দরবারে আপনি-আমি, আমরা সবাই সমান। বিচারের দিনে আমাদের পাওনা পরিশোধ না করে আপনারা এক কদমও এগুতে পারবেননা। ৫ই মে' ২০১৩, যে ভয়াবহ নৃশংসতম হত্যাকান্ড আমাদের উপর চালানো হয়েছে, সে প্রেক্ষিতে আপনারা কী করেছেন তা আমরা জানতে চাই। মনে মনে হয়ত নাক ছিটকাবেন! মিথ্যা আবেগ মিশিয়ে বলবেন, সেদিনের আগে ও পরে দেশে যে নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে তার বিপরীতে কোনো অন্যায়ের প্রতিকার চাওয়া ছিল অচিন্তনীয় ব্যাপার। তাই আপনারা কিছু করতে পারেননি। কিছু করার সামর্থ আপনাদের ছিলনা। আপনাদের একথাটি মেনে না নেয়ার অসংখ্য যুক্তি আমাদের কাছে আছে। তবু বরাবরের মত আপনাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলছি, সে 'গণহত্যা'র নীরব সন্তোষে একটি বছর পার করে দিয়ে এখনো আপনাদের মনে কেন প্রতিবাদের মনোবল জেগে উঠেনি? আপনাদের বর্তমান অবস্থান ও পদক্ষেপগুলো কি কি সেগুলো আমরা জানতে চাই। ইসলামী জাগরণের অসাধ্য স্বপ্ন দেখিয়ে এক বছর পর আপনাদেরই কেউ কেউ এখন সম্পদ আত্মসাতের অভিযোগে মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। এটা কেন হল? কোন নোংরা অভিলাষে ইসলামী আন্দোলনের নাম ভাঙ্গিয়ে আমাদের এই ‘মহাপুরুষে’রা আজ টাকার পাহাড় গড়ে তুলেছেন? আমাদের এই অভিযোগগুলো শুধুমাত্র আবেগী মনের বিচ্ছিন্ন ক্ষোভ নয়। এটা চতুর্দিক থেকে ধেয়ে আসা প্রমাণিত অপরাধের সামান্য জিজ্ঞাসা মাত্র। যদি আপনারা সত্যিই নিষ্কলুষ হন, তবে সেটা প্রমানের দায়িত্ব আপনাদেরই। বুকে দৃঢ়তা নিয়ে পারলে এই 'অপবাদ'গুলো ভুল প্রমান করুন। উহ, অজানাসংখ্যক আমাদের মুসলমান ভাই; যাদের রক্তে মতিঝিলের বিবশ পথ-ঘাটগুলো নীরবে কেঁদেছে, তাদের জন্য গত একটি বছরেও আপনারা কিছু করতে পারেননি এটা আমাদের মেনে নিতে হবে? যদি এতটাই অথর্ব আর ব্যর্থ আন্দোলনের শঙ্কা জেগে উঠত, তবে আগেই কেন সহজ ও নির্ঝঞ্জাট ‘কাপুরুষ-নীতি’ গ্রহন করলেননা। আমাদের শ্রদ্ধেয় শাইখ আহমদ শফী'তো আপনাদের এই নেমকহারামির অপরাধে শামিল হতে পারেননা। আল্লাহ তায়ালা আমাদের কল্যাণ চেয়েছেন বিধায় তাঁর মত একজন বিদগ্ধ আলেমকে আমাদের মাথার উপরে ছায়া হিসেবে দান করেছেন। আমাদের ইসলামী আন্দোলনের অগ্রদূত হিসেবে তাঁকে আমাদের জন্য মনোনিত করেছেন। আর তিনিও তাঁর সাধ্যমত যথাযথ কর্তব্য পালনে এতটুকু পিছপা হননি। বয়সের ভারে তিনি যদি আজ শক্তিহীন হয়ে না পড়তেন, তবে হয়ত আপনাদের মত আত্মসর্বস্ব অক্ষম নেতৃবৃন্দের কাছে আমাদের 'অরণ্যে রোদন' করতে হতনা। মানুষের স্বপ্নকে, ইসলামী আন্দোলনকে আপনাদের অনেকেই নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন-এটা ভাবতে আমাদের ঘৃণা হয়। অশিক্ষা ও লোলুপ কামনা আপনাদেরকে আল্লাহ এবং নবী-রাসুলের ইজ্জত বাঁচাতেও আগ্রহী করে তুলতে পারেনি! এতটা সংকীর্ণ ও বেপরোয়া ইচ্ছাশক্তিতে আপনারা কিভাবে অধিষ্ঠিত হলেন তা আমরা ভেবে পাইনা! হাজারো নিরপরাধ মানুষের জীবন-ঝরে যাওয়া সে রাক্ষুসে কন্দলে আপনারা নিজেদের পেটপুর্তির উপাদান খুজে বেড়িয়েছেন-তাতে অবশ্যই আমরা ক্ষুব্ধ হয়েছি। বিশ্বাস করি, এ ব্যপারে আমাদের প্রতিবাদ করার অধিকারও আছে। কে আপনারা? আল্লাহ-রাসুলের কথা বলে প্রবৃত্তির পূজা করছেন কোন সাহসে? এজন্য আপনাদেরকে জাতির কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। যদি এ যাত্রায় আমাদের হাত থেকে রক্ষা পেয়েও যান, তবে কবরে গিয়ে আপনারা যাতে সুখের আশ্রয় না পান, সে তীব্র আকাঙ্ক্ষা আমরা আল্লাহ'র কাছে জানিয়েই রাখব।

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224731
২২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১০
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
২২ মে ২০১৪ রাত ১১:৫০
172089
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমাদের কষ্টগুলো অনুধাবন করায় আপনাকে ধন্যবাদ।
224734
২২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমিও ঠিক বুঝলাম না ঝড়ের বেগে ধেয়ে আসা হেফাজত শেষমেষ অর্থের কাছে হেরে গেলো? এই কি তাদের ইসলামের হেফাজত কুরআনের হেফাজত? এই যদি হয় অবস্থা তাহলে তাদের কাছে কুরআন ইসলাম কতটুকু নিরাপদ? হে আল্লাহ তুমিই সর্বোত্তম ফয়সালা কারী।
২২ মে ২০১৪ রাত ১১:৫৪
172090
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ইসলাম-কোরআনের প্রতি তাদের পূর্ণ আবেগ আছে সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে ইসলাম ও কোরআনকে যথাযথভাবে প্রতিষ্ঠিত করার শক্তি ও সৎসাহস আছে কিনা সে ব্যপারে ঘোর সন্দেহ হয়!আল্লাহ সবাইকে হেফাজত করুন।
224738
২২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
ছিঁচকে চোর লিখেছেন : কষ্ট লাগে এইসব মুনাফাখোর হেফাজত নেতাদের দেখলে। যাদের কাছে দুনিয়ার সম্পদটাই আসল। যাদের কারণে দুই দুইটা টিভি চ্যানেল বন্ধ হয়ে গেলো। বেকার হলো হাজার হাজার টিভিতে কর্মরত মানুষ তাদের কথা একবারও ভাবলো না এই নেমক হারাম হেফাজতের দল।
২৩ মে ২০১৪ রাত ১২:০৫
172093
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমি অবশ্য এভাবে ভাবছিনা। আমার কথা হল, ৫ই মে'র গভীর রাতে যে আত্মোৎসর্গ আমাদের শহীদ ভাইয়েরা করেছেন, তাদের সেই মহান আত্মত্যাগের বিপরীতে আমাদের ভূমিকা কতটা লজ্জাজনক ও কপর্দকহীন হয়েছে সেটা ভাবার সময় এসেছে। আমরা এতটা কাপুরুষ কেন হয়ে গেলাম!
224789
২২ মে ২০১৪ রাত ০৯:১৪
সত্যবাদী ব্লগার লিখেছেন : ///////////////////////////////
'গণহত্যা'র নীরব সন্তোষে একটি বছর পার করে দিয়ে এখনো আপনাদের মনে কেন প্রতিবাদের মনোবল জেগে উঠেনি?///////////////////////////



ধর্ম ব্যসায়িদের বলা হয় নি নাস্তকের শাস্তি চাওয়ার জন্য ।। নাস্তিকের বিচার আল্লাহই করবেন ,।
২৩ মে ২০১৪ রাত ১২:১১
172094
ইমরান বিন আনোয়ার লিখেছেন : না, তাদেরকে আমি ধর্ম ব্যবসায়ী বলবনা। কোনোভাবেইনা। কারণ ইসলাম ও ধর্মের প্রতি তাদের আবেগটা সত্যিই সম্মানজনক। তবে তাদেরই কেউ কেউ নিজের প্রকৃত দায়িত্ব ভুলে দুনিয়ার লোভে পড়ে গেছে, এটা মেনে নেওয়া যায়না। আমার এই লেখাটির মূল প্রতিপাদ্য বিষয় সেটাই। আল্লাহ সবাইকে ক্ষমা করুন।
224792
২২ মে ২০১৪ রাত ০৯:১৯
বুঝিনা লিখেছেন : কে আপনারা? আল্লাহ-রাসুলের কথা বলে প্রবৃত্তির পূজা করছেন কোন সাহসে? এজন্য আপনাদেরকে জাতির অবশ্যই কাছে জবাবদিহি করতে হবে। যদি এ যাত্রায় আমাদের হাত থেকে রক্ষা পেয়েও যান, তবে কবরে গিয়ে আপনারা যাতে সুখের আশ্রয় না পান, সে তীব্র আকাঙ্ক্ষা আমরা আল্লাহ'র কাছে জানিয়েই রাখব।
২৩ মে ২০১৪ সকাল ০৮:৩৩
172133
ইমরান বিন আনোয়ার লিখেছেন : হ্যা, সত্যিই তাই।
224855
২২ মে ২০১৪ রাত ১১:১১
সাদাচোখে লিখেছেন : প্রতারক কিংবা দজ্জাল, মিথ্যাবাদী কিংবা কাজ্জাব যদি আহমেদ শফি কিংবা হেফাজত এর মুখোমুখি হয় - তবে কে টিকে থাকবে? উত্তর স্বভাবতঃই হবে দজ্জাল, কাজ্জাব।

এক্ষেত্রেও তাই হয়েছে। দজ্জাল ও কাজ্জাব সাকসেসফুলি হেফাজতকে ধ্বংশ করে দিয়েছে।

এটা ভেবে প্রবোধ ও পেতে পারেন। আবার রিয়ালিটি ভেবে - কোরআন ও হাদীস হতে দিক নির্দেশনা নেবার চেষ্টা করতে পারেন।
224889
২৩ মে ২০১৪ রাত ১২:১৬
ইমরান বিন আনোয়ার লিখেছেন : প্রবোধ পাওয়ার সুযোগ যে আমাদের নেই! আর রিয়েলিটি ভাবতে গেলে হয়ত চোখ বুজে সবসময় সবকিছু সহ্য করতে হবে। সেটা কি সম্ভব?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File