ক্ষমা কর লাভবান হবে

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৯ মে, ২০১৪, ০২:১৯:১১ দুপুর

অবুঝ, তোমার মন আস্থাশীল হবেনা, সহ্য করবেনা সে

বিভেদের সঙ্কীর্ণতায় থেমে যেতে।

না, সে কোনোভাবেই সক্ষম হবেনা।

তোমার প্রকৃতিই তোমাকে আহ্বান জানায়, নির্মলতার-

যত-যাই ঘটুকনা কেন।

ক্ষমা কর, সহিষ্ণু হও,

তুমি লাভবান হবে, আগামীতে প্রতিদান পাবে।

ক্ষমা কর, মার্জনা কর, উদার হও;

তোমার মর্যাদা ত্বরান্বিত হবে,

অন্তর পরিশীলিত হবে।

ক্ষমা কর।

চল একসাথে বাঁচি-

যাতে আমরা সমৃদ্ধি লাভ করি।

যেন এক সুদৃঢ় সমাজ নির্মাণ করি।

আমরা কথা বলব, বিবাদে জড়াব, তবে

অবিচার করবনা!

আমাদের মনুষ্যত্ব আমাদেরকে অনুরোধ জানায়

যেন আমরা পারস্পরিক বন্ধনে জড়িয়ে থাকি।

যদি কিছুতে সমঝোতা না আসে,

তবু সমর্থন দাও।

ক্ষমা কর, দয়া কর-

আগামীতে তুমিই লাভবান হবে।

তোমার মর্যাদা ত্বরান্বিত হবে,

অন্তর পরিশীলিত হবে।

কল্যাণের হাতিয়ার হও- যা বিস্তৃত হবে।

পথের দিশারী হও-যাতে সৌভাগ্য রবে।

সম্পর্কের টানাপোড়েনে দৃঢ় বন্ধনের মালা গাঁথ,

হৃদয়ের তিক্ততায় হও নির্মল উপশম।

কল্যাণ ছড়িয়ে দাও- মুচকি হাসির ডানা মেলে,

ক্ষমার প্রচলন কর-

একে লালন কর এভাবে, যেন এটি কথা বলে উঠে।

বিষয়: বিবিধ

৯৬১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223379
১৯ মে ২০১৪ দুপুর ০৩:৫৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
১৯ মে ২০১৪ বিকাল ০৪:০২
170747
ইমরান বিন আনোয়ার লিখেছেন : পোস্টটি আপনার ভাল লাগায় কৃতার্থবোধ করছি।
223413
১৯ মে ২০১৪ বিকাল ০৪:৩৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমত্কার Thumbs Up
১৯ মে ২০১৪ বিকাল ০৫:৪৮
170798
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ। ভাল থাকুন।
223425
১৯ মে ২০১৪ বিকাল ০৪:৫৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অসাধারণ কবিতা। পড়ে ভাল্লাগছে। Rose
১৯ মে ২০১৪ বিকাল ০৫:৫১
170799
ইমরান বিন আনোয়ার লিখেছেন : শুকরিয়া। দোয়া করবেন যেন আরো ভাল লিখতে পারি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File