হয়তো আমি মানুষ নই, 'রোহিঙ্গা'
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৩ মার্চ, ২০১৪, ০১:৩৯:৫৪ রাত
কতটা আড়ম্বরে, 'মমতা'র ঢোল পিটিয়ে
আমাকে সবাই 'রোহিঙ্গা' বল!
সাত-সাগর পাড়ি দিয়ে এসে আমার ত্রাণকর্তা
আকাশ-চড়ুইয়ে একটু সুশীতল স্পর্শ নেই বলেই তো
আমাকে না দেখে চলে গেছে!
হয়ত আমি মানুষ নই, 'রোহিঙ্গা',
তাই বলে কি আমি বুঝিনা তোমাদের কষ্ট?
হাজার বছর ধরে আমার পূর্ব-পুরুষগণ,
যে অপরাধ করে গেছে নিজেদের অজান্তে,
তার শাস্তি তো আমায় পেতেই হবে!
তাই মৃত্যু-খাদ তৈরি কর।
আমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যাতে সুখের প্রলেপ পড়ে-
তাই সেখানে কিছু গাছ-পালা জড়ো করে
আমাকে বসিয়ে দাও মাঝখানে, আগুন ধরিয়ে!
তারপর, আমার পোড়া মাংসের ঘ্রাণে
তোমাদের জিভে জল এলে
উল্লাসে ফেটে পড়ো- বিজয়ের নৃত্তে।
হয়ত আমি মানুষ নই, 'রোহিঙ্গা',
তাই বলে কি আমি বুঝিনা তোমাদের কামনা?
কারো কথায় কান দিওনা,
অনেকেই ছিঃছিঃ করবে
কেউ আবার ভনিতা মিশিয়ে প্রতিবাদও জানাবে।
তবে আমি যে 'চোর', 'ধর্ষক' এটাতো সবাই জানে!
ভিটে-মাটি ছেড়ে আশ্রয় খুঁজতে গেলে
সাগরে আমার নৌকাটি ডুবিয়ে দিয়ো।
হয়ত আমি মানুষ নই, 'রোহিঙ্গা',
তাই বলে কি আমি বুঝিনা তোমাদের উদারতা!
আমার চেয়ে ওই প্রাসাদোপম মন্দির,
যেখানে সোনালী-ভক্তিতে জেগে আছে 'শান্তির-সুপুরুষ',
জগতের সকল জীবের সুখ বিলায়ে;
আহা কতটা শ্রেয়!
এখানে এলে চোখের জল, বস্ত্রহীন অসভ্য-মিনতি
দেখতে হতো তোমাদের!
তোমাদের ইচ্ছে-পোষণই
আমাদের বেঁচে থাকার অধিকার,
হয়ত আমি মানুষ নই, 'রোহিঙ্গা',
তাই বলে কি আমি বুঝিনা এই নীতিমালা?
তোমাদের কাছে প্রার্থনা করি,
আমাকে কেন সহানুভূতি দেখাও?
তারচেয়ে বরং তোমাদের অন্তরে
ঘৃণার যে হিংস্রতা ঘাপটি মেরে আছে,
সে তীব্র অন্তর-জ্বালায় আমাকে পিষে ফেলো!
সময়টা এখন তোমাদের...
আমি মেনে নিচ্ছি, এই বিজয় তোমাদের।
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লিখেছেন!
ধন্যবাদ!
এদেরকে দেখেছি ছোটকাল থেকেই এক বঞ্চিত জনগোষ্ঠি। দুর্ভাগ্য আমাদের বৃটিশ এর কেরানির শিক্ষার গর্বে এই পরিশ্রমি জনগোষ্ঠিকে অশিক্ষিত ও মানুষ বলে আমরা গন্য করিনা।
আপনার সিদ্ধান্ত, আপনি আপনার প্রজন্মের জন্য কেমন আবাস রেখে যেতে চান। যদি আজ লড়তে ভয় পান, তবে আপনার পরবর্তী প্রজন্ম আপনার জন্য অভিসাঁপ দেবে, অথবা নিজেই জুলুমবাজ হবে - সন্দেহ নাই।
মুসলমানরা যেদিন থেকে জিহাদের মর্মবাণী ভুলে গেছে, সেদিন থেকে সাগরের বুদবুদে ফেনার মতো হয়ে গেছে। বাঁচতে চান মানুষের মতো? জিহাদের বিকল্প নাই।
মন্তব্য করতে লগইন করুন