বেশ্যার আর্তনাদ.......!!
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ২২ মে, ২০১৫, ০৮:২৮:১০ রাত
জানো এই গরমে আমার সারা পিঠ গাল বড্ড চুলকায় তবুও আমাকে সস্তা পাউটার ব্যবহার করতে হয় সাজুগুজু করে থাকতে হয়
জানো এই গরমে আমার দম বন্ধ হয়ে আসে তবুও আমাকে সব সময় কিসমিসে লাল শাড়িটা পড়েই থাকতে হয়, না পড় পড়লে তারা আমার দিকে নজরেই দেয় না
নিতান্ত অনিচ্ছা হলেও আমাকে আমার ব্রা প্রতিদিন অনেককেই দেখাতে হয়,শাড়ীর কুচি সুন্দর করে দিয়ে থাকতে হয়, নাহলে আমার দাম মোটেও উঠে না।
আমার হাতে অনেক সিগারেটের পোড়া দাগ হয়ে রয়েছে, ওরা ওদের ইচ্ছে অনুযায়ী আমাকে অনেক নির্যাতন করে প্রতিনিয়তেই। আমি অনোকবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম
এখন সব সহ্য হয়ে গেছে, আর তেমন কষ্ট পাই না,এখন আমি সুখের সাগরে ভাসলেও আমাকে অনেক লাথি খেতে হয় তা নাহলে ওরা তৃপ্তি পায় না।
জানো আজ থেকে ১৬ বছর আগে উপন্যাসে আমার মত একজন বেশ্যার গল্প পড়ে অনেক হু হু করে কেদে উঠেছিলাম,যদিও ওই রকম উপন্যাস পড়তে অনেক অরুচি হতো... হুহ্ বেশ্যার আবার রুচি,কি হাস্যকর তাই না...!!!
এখন জানি না আমার বুড়া বাবা ও আমার ছেলেটা কেমন আছে,তেমন আর জানতেও ইচ্ছে করে না। বুবু আমাকে সবার সামনেই বেশ্যা বলে গালি দিয়ে ঘেন্যার চোখে দেখেছিল কিন্তুু আমি কষ্ট পাই নি।
জানো আমার আবার কিসের কষ্ট সব তো স্বাধিন করে সবাইকে দিয়ে থাকি,তবুও আমরা বেশ্যার অধিকারটুকুও আর পাই না মানবধীকারের কাছে, রেড এ্যালার্টের নামেও আমাদের উপর অনেক নির্যাতন করে তারা চাঁদা তুলে নেয়।
জানো আমাদেও অনেক স্বপ্ন আছে সেটা আমরা কখনও প্রকাশ করি না , সব মনের মাঝে গেথে রাখি, সেখানে রেখেই মনের মাঝে একটু করে তৃপ্তি নিয়ে আসি। আর একটু একটু করে মুচকি হাসি।
সেই প্রতিদিনের মত আমি এভাবে জানালার গ্রীল ধরে তোমাকে নিয়ে অনেক ভাবনা ভেবে যাই,আর মন থেকে আর্তনাদ করে তোমাকে ডেকে থাকি
কিন্তুু আমার মেনের আওয়াজ এই রুমটাতেই সিমাবদ্ধ থাকে,আমার মনের কথা কখনও তোমার মনে গিয়ে আঘাত করে না, এবং রক্তের সমপর্কের কারো মনেই না
.........কারণ আমি একটা বেশ্যা
-সাইদুর রহমান সিদ্দিক
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন