সুক্ষ বুদ্ধি....
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ০১ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৫৭:৩৬ রাত
কোন এক গ্রামের একটি বাজারে এক একজন বুদ্ধিমান বুড়ার দোকান ছিল,সেটি দিয়েই তাদের সংসার চলত...
প্রতিদিনের মত আজও রাতে দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ীর দিকে রওয়ানা হয়েছে,সাথে ছিল তার দোকানের টাকা।
একটি চোঁরের চোঁখে পড়ল যে__বুড়ার কাছে অনেক টাকা আছে,তাই চোঁর বুড়ার টাকার প্রতি লোভ গজিয়ে উঠল।
...তো বুড়াও অনেক চালাক বটে! বুড়া ইতিমধ্যেই টের পেয়েছে একটা চোঁর তার টাকার প্রতি লোভ পড়ে গিয়েছে। তাই বুড়া রাস্তা দিয়ে হাটে আর বুদ্ধি করে কি ভাবে চোঁরকে ঠকানো যায়,আর টাকা টা নিরাপদে থাকে।
চোঁর কিন্তু বুড়াকে ফলো করতে করতে যাচ্ছে.....
বুড়া তার বাড়িতে পৌঁছে বুড়িকে ডেকে বলল....
চোঁর পিছু নিয়েছে,যা কইতাছি তাই হুইনা যাবি আর উত্তর দিবি,বুড়িকে ফিঁস ফিঁস করে সব বুঝাইয়া দিল
বুড়া এবার জোরে জোরে বলল..
ঐ বুড়ি টাকাগুলো চাং (ছাঁদ) এর উপর রাখ তো।কখন বা কোন সময় চোঁর এসে পড়ে।
তহন বুড়ি জোরে জোরে উত্তর দিল,আহ লোকটা না___আইস্তে বলেন যদি কেউ শুনতে পায় তাহল কি অইব।
ঘরের পিছন থাকে চোঁর শুনতাছে আর মনে মনে ভাবতাছে____ইহ আমি কিন্তু সব শুনলাম, হেঃহেঃহেঃ
-কথামত বুড়া-বুড়ি শুয়ে ঘুমের ভান করে থাকল,আর চোঁর কে ধরবে বলে রেডি হয়ে থাকল।
---এখন চোঁর ভাবল__রাত তো অনেক হয়েছে,এবার চুরি করার জন্য যাই,যেহেতু টাকাগুলো চাং এর উপর রেখেছে তাহলে খঁড়ের চাল ফাটিয়ে ভিতরে ঢুকলে চাং সহজে পেয়ে যাব।
তার পর চোঁর ঘরের উপরে উঠে আস্তে আস্তে খঁড়ের চাল দু হাত দিয়ে ছিদ্র করতে লাগল এবং ছিদ্র করে ফেলল।
তারপর চোঁর প্রথমে তার দু পাঁ নামিয়ে দিল আর চাং এর উপর কখন তার পাঁ আটকিয়ে যাবে সেটার চেষ্টা করল।
কিন্তু চোঁর যতই পাঁ নামিয়ে দেয় চাং আর খুজে পায় না।এদিকে আবার তার শরীরের পুরা চাপ হাতে পড়ায় অস্হির হয়ে গেছে...(আসলে কুড়ে ঘরের চাং বা ছাদ নেই,বুড়া টাকাগুলি বালিশের নিছে রেখেছিল)
এর পর চোঁর হাতের ব্যাঁথা সহ্য করতে না পেরে,দু হাত ছেড়ে দিয়ে মাঠিতেই পড়ে গেল।
....আর অমনি বুড়া বিছানা হতে লাফিয়ে উঠে চোঁর কে ধরতে গেল।
কিন্তু চোঁর ও চালাক___চোঁর দরজা খুলে ভোঁ-দৌড় দিল....বুড়াও পিছন পিছন ভোঁ-দৌড় দিল।
দুজনে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে___ :v :v :v
:-P
....এখন বুড়া চোঁরকে বলতাছে __ঐ আর দৌড়াস না সামনে একটা পাগার (ছোট পুকুর) আছে পরে যাবি ওখানে।
এখন চোঁর বুড়ার কথা শুনে বুড়াকে বলতেছে________ইহ যা বুড়া,তোর ঘরের চাং নাই এতে আবার পাগার পাগার করতাছিস।
....আসলে সত্যি সত্যি একটা পাগার ছিল ঐ খানে,এখন চোঁর বুড়ার কথা বিশ্বাস না করে দৌড়ে গিয়ে পাগারে পড়ে গেল।
---এর পর বুড়া ও গ্রমবাসী মিলে চোঁরকে ধরে ইচ্ছেমত প্যাঁদানি দিতে লাগল।
____________________ :-P
আসলে যার যত বুদ্ধি ও মেধা আছে,যদি একটু সহজ সুন্দর ভাবে মনযোগ সহকারে প্রতেক জায়গায় ব্যাবহার করেন,তাহলে অবশ্যই সফলকাম হতে পারবেন।আর বুদ্ধি ও বিবেক দিয়ে কাজ করলে উদ্দ্যেশ্যের বাকিটা এমনিতেই চলে আসে।
#নষ্টের শোনা গল্প তুলে ধরলাম- (সাইদুর)
বিষয়: বিবিধ
১৫৭৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো, ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন