দেশের চ্যাঁলা বড় নেতার ইজ্জতের মুল্য কতটুকু......??

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ২৪ আগস্ট, ২০১৪, ০৮:৩৯:২৪ রাত

নিজের ইজ্জতের মূল্য নিজেকেই দিতে হবে, আর নিজে যদি নিজের ইজ্জত হারাই.....

Adult 18 +

.

.

মেয়ের স্বামী ৫ বছর আগে কাজের জন্য পার্শবর্তী দেশ ভারতে পারি জমিয়েছিলেন। টানা ৫ বছর ভারতে থাকার পর নিজের বউ ও পরিবারের নাড়ীর টানে দেশে ফিরে এসেছেন।

কিন্তু :v

জামাই বাবু ভারতে থেকে দেশে এসেও কথায় কথায় ভারতের ভাষা ব্যাবহার করতে ছিল।

শশুর বাড়ীর দিকে রওয়ানা হল শশুর শাশুরি কে অনেক দিন থেকে দেখা সাক্ষাত নেই,তাই দেখা করতে চলল।

শশুর শাশুরীর সাথে দেখা হল এবং জামাইকে তারা আদর করে খেতে দিল।

...তখন জামাইয়ের চোঁখ শাশুরীর মাথার দিকে গেল।

শাশুরীর মাথার চুলের অবস্হা দেখে জামাই বলতেছে.....

"হ্যায়, তোমকো বাঁল পাঁকতা হ্যায়" :v :v :v

-এখন ঐ কথা শুনে শাশুরী লজ্জায় কি বলবে কিছুই আন্দাজ করতে পারছে না। তবুও মেহমানের আপ্যায়ন করে গেল।

জামাই রাত হওয়ার আগেই তার বাড়ীতে চলে গেল।

রাতে তার শশুর-শাশুরী বিছানায় শয়ন করল।

তার শাশুরী তার শাশুরকে বলতেছে... হে গো শুনেছো , জামাই বিদেশে থাইকা অনেক খারাপ হয়ে গেছে।

তার শশুর বলিল কেন কি হয়েছে ?

তার শাশুরী সব কিছু খুলে বলল।

...তখন তার শশুর বলল---শালী তোর চলাফেরা একদম ঠিক না। সেদিন তুই আমাকে ভাত দেওয়ার সময় পিড়ীতে বসেছিলি না, আমিও একটু দেখেছি :-P ।

-আর শালী তুই আগে বলিসনি কেন ? ঐ বেটার সাথে আগে আমার ঝগড়া হয়েছিল,আজ প্রতিশোধ টা নিতে পারতাম।

:v -------- :v

উপরক্ত ঘটনা টুকুতে তাদের মেয়ের জামাই খুব সহজ ভাষায় বলেছিলেন।

কথায় আছে এক দেশের বুলি,আর একদেশের গালি...।

ওখানে সম্মান তাদের নিজেদের মধ্যে যতটুকু যাওয়ার দরকার ছিল ঠিক ততটুকুই চলে গিয়েছে।

বুড়া যদি ঐ বুড়ির কথা না বুঝে বুড়ীর ইজ্জতের উপর হামলা মামলা চালিয়ে গ্রামের সকল লোকদেরকে বলিয়ে বেড়ায় যে__আমার বউয়ের ইজ্জত আমার নিজের মেয়ের জামাই দেখেছে।

কে আছিস, ইজ্জত দেখার কারনে আমার মেয়ের জামাইকে তোরা ধরিয়ে জেলে দিয়ে রিমাইন্ডে দিয়ে লও।

তাহলে মান ইজ্জত কার হারিয়ে গেল।নিশ্চয়ই ঐ বুড়া-বুড়ির।

এখন বুড়া-বুড়ির ইচ্ছে___ইজ্জত দিয়ে আর কি হইবে,ইজ্জত গেছে ভাল কথা।তবুও তোরা ঐডারে পুলিশে ধরিয়ে দে।

বিঃদ্রঃ - দেশের সেলিব্রেটিদের নিজের ইজ্জত যদি নিজে নিজেই শেষ করে দেয়,তাহলে দেশের জনগণ করবে কি?

*ঘটনা কাল্পনিক,যদি এই গল্প কোন জীবিত কিংবা মৃর্ত ব্যাক্তির সাথে মিলে যায়, তাহলে সাইদুর (নষ্ট ক্যাঁপাচিটার) দায়ী নহে॥

#নষ্ট

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257892
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:৩০
মোশারোফ লিখেছেন : দেশের সেলিব্রেটিদের নিজের ইজ্জত যদি নিজে নিজেই শেষ করে দেয়,তাহলে দেশের জনগণ করবে কি
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৪
239405
shaidur rahman siddik লিখেছেন : ?????? Winking
257940
২৫ আগস্ট ২০১৪ রাত ০১:১৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এ ধরনের নোংরামি নিয়ে মজাদার পোস্ট অযুক্তিক! ভেবে দেখবেন আশা করি।
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
239406
shaidur rahman siddik লিখেছেন : ???? Talk to the hand
257973
২৫ আগস্ট ২০১৪ সকাল ০৫:১০
বুড়া মিয়া লিখেছেন : ইজ্জত কোন কালে ছিল কি-না?
মূল্যহীন বলেই তো জানতাম!
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
239407
shaidur rahman siddik লিখেছেন : Rolling on the Floor
258017
২৫ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৮
হতভাগা লিখেছেন : বিশাল জ্ঞানপুষ্ট
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
239408
shaidur rahman siddik লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Broken Heart Rolling on the Floor =Happy
260185
৩১ আগস্ট ২০১৪ রাত ১১:২৫
shaidur rahman siddik লিখেছেন : নুর আয়শা আব্দুর রহিম@ আপনি যদি নোংড়া চোখে না দেখে সার্মম ভাবে দেখতেন তাহলে এমন মন্তব্য করতেন না
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
239409
shaidur rahman siddik লিখেছেন : Broken Heart

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File