অদ্ভুত রোগ......
লিখেছেন লিখেছেন আজ আছি কাল নেই ২৪ আগস্ট, ২০১৪, ০৮:৪১:৫৯ রাত
বেশ কিছু দিন হলো অদ্ভূত এক রোগে ধরেছে আমাকে। ফেসবুখে খালি অন্যোর স্ট্যাটাস পড়ি কিন্তু নিজে কিছু লিখি না। ফেসবুকে কয়েকশ বন্ধু আবার বিভিন্ন পেজে লাইক দেয়া আছে। কিছু সময় পর পর স্ট্যাটাস পড়ি। একটা অনলাইনে কাজ করার সুবাদে প্রায় ৬-৭ ঘন্টা নেটে থাকি। ফেসবুক ডিএকটিভ করে দিয়েও কাজ হচ্ছে না। কি রোগ হলো..........।
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন