অদ্ভুত রোগ......

লিখেছেন লিখেছেন আজ আছি কাল নেই ২৪ আগস্ট, ২০১৪, ০৮:৪১:৫৯ রাত

বেশ কিছু দিন হলো অদ্ভূত এক রোগে ধরেছে আমাকে। ফেসবুখে খালি অন্যোর স্ট্যাটাস পড়ি কিন্তু নিজে কিছু লিখি না। ফেসবুকে কয়েকশ বন্ধু আবার বিভিন্ন পেজে লাইক দেয়া আছে। কিছু সময় পর পর স্ট্যাটাস পড়ি। একটা অনলাইনে কাজ করার সুবাদে প্রায় ৬-৭ ঘন্টা নেটে থাকি। ফেসবুক ডিএকটিভ করে দিয়েও কাজ হচ্ছে না। কি রোগ হলো..........।

বিষয়: বিবিধ

১০৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257859
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:১২
আহমাদ তাহসীন লিখেছেন : বিয়ে করেন ঠিক হয়ে যাবে। ১০০% গ্যারান্টি
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:২০
201521
আজ আছি কাল নেই লিখেছেন : সেই কাজ তো আগেই শেষ করেছি ভাই
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:০৭
201539
আহমাদ তাহসীন লিখেছেন : আমার সংগীর ও কি একই সমস্যা নাকি?? একই সমস্যা না হলে শেয়ার করুন, ফ্যামিলিকে বেশি সময় দিন ঠিক হয়ে যাবে। আপনার ফেইসবুক সিন্ড্রোম দেখা দিয়েছে, ঠিক না হলে জ্বিনের বাদশার কাছে যাওয়া লাগবে। Happy
257879
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৮
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : লেখার জন্য আর কিছু ছিলনা?
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
201831
আজ আছি কাল নেই লিখেছেন : কেনো এখানে কি খারাপ কিছু লেখা হয়েছে????
258173
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File