---সাহারা খাতুনের ---অদ্ভুত-ঘুম---??---!!
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ১৮ জুন, ২০১৪, ০৮:০৩:৫০ রাত
ঘুমাও তুমি ঘুমাও গো জান,ঘুমাও মখাঁ তুমি ঐ সংসদে ....
তোমায় দেখে আমারও ঘুম এসে গেল অন্তরে...
সাহারা তুমি হিনা ঘুম তো আর আসে......এঁ....এঁ......এঁ না ?
তথাকথিত মিঃ সাহারা খাতুনের নামে একটা অভিযোগ উঠে এসেছে তিনি সংসদ এবং বিভিন্ন অনুষ্টানে সব সময় ঘুমিয়ে পড়েন....
তার দেখা দেখিতে মিঃ মখা আলমগীরও হাঁই তুলতে তুলতে ঘুমিয়ে পড়েন...হাঁম!
কথা হইলো গিয়াঃ তাদের চেতনা তো কম না ? তারা স্বপ্ন দেখে মুজিবের চেতনার,ভবন ধরিয়া নাড়া-চাড়া করিবার ।
সংসদে তারা এই জন্যেই ঘুমিয়ে থাকে যে___কি ভাবে বাঙলার জনগণ কে একটা স্বপ্নময়ী কিস্সা বলা যাবে ।
আহাঃ বেচারা-বেচেরি একদম মখা হয়ে গেলেন।
সামনের আসন থেকে পিছনে ফেলে দেওয়া হয়েছে কেন জানেন ....,,,??
-----আরো বেশি বেশি করে স্বপ্ন দেখার জন্য ।
সেটিতো পাব্লিকরা বুঝলই না ।
শুধু এই আমিই বুঝলাম....উহ্ কত্ত চেঁতনা রে....
#সাইদুর।
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিরুত্তাপ সংসদে বক্তৃতার মাঝে বক্তাও বক্তৃতার মাঝে হাঁই তুলে ঘুমিয়ে পড়তে পারেন।
সেইদিন বেশী দুরে নয় ।
মন্তব্য করতে লগইন করুন