অনেকদিন আগে লেখা একটি কবিতা।
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৮ জুন, ২০১৪, ০৮:০১:৫৮ রাত
এক সময় কবিতা লিখতাম। সেটা অন্তত: ৮-১০ বছর আগের কথা । এখনো ডায়েরী খুললে কবিতাগুলু অন্যরকম এক অনুভূতির জম্ম দেয়। তবে লোকজন কবিতা খুব একটা পছন্দ করেনা, তাই ব্লগে পোষ্ট ও দেয়া হয়না। একটি কবিতা আজ আবার দিলাম। কবিতাটি আমার নিজের বেশ পছন্দের।
---------------------------------------------
মৃত্যই আমার পূণ:জম্মের গর্ভধারণ
---------------------------------------------
আবার বহিবো আরেক বৈশাখে
কোন এক অন্ধকার সময়ের ঘূর্ণীবাঁকে
এক বিদ্রোহী কারার রক্ত জঠরে।
আমার রবের কসম!
এ মৃত্যু আমার পূণ:জম্মের গর্ভধারণ।
শাবরা শাতিলার উদ্বাস্তু শিবিরে দেখনি আমাকে?
দেখনি ফিলিস্তিনের জলপাই বাগানে জলপাই পোশাকে
বুবিট্র্যাপ পেতে ওঁত পেতে ছিলাম নিখুঁত ক্যামোফ্লোজে!
দেখনি আয়াত-আখরাসের আত্মায় ভর করে
কি অবলীলায় নিজেকে সেদিন উড়িয়ে দিলাম!
গুজরাটের কেয়ামতে কাপালিকের তরোয়াল তলে
মায়ের জরায়ূ ছেঁড়া অপূষ্ট ভ্রূণ; সে তো আমিই ছিলাম!
এইতো সেদিন!
মস্কোর থিয়েটার হলে জিম্মি নাটকে
আমি ও এক অভিনেতা ছিলাম।
আমায় দেখনি ঝিলাম নদীর বুকে ডুব সাঁতারে,
ঊরি সেক্টরে, আর সীয়াচেন হিমবাহে?
যে দিন আস্ত ট্যাংক গিলে খেয়েছি
আমি আর বুকে বাঁধা মাইন!
আমায় দেখনি আফগান গিরীখাতে,
কৃষ্ণ-বিধবার কৃষ্ণ গুহায়?
ম্যানিলার রাজপথে ছদ্মবেশে
অরণ্য গহীণের শাহাদাৎ পিয়াসী আবুসায়াফ!
সে তো আমিই ছিলাম!
আলজেরিয়ার বিদ্রোহী ঘাঁটিতে তোমরা আমায় দেখনি
সামরিক আঘাতের মানচিত্র হাতে?
হয়তো দেখনি!
কিন্তু আমি ছিলাম, এবং আবার আসবো।
হামাসের জংগী মিছিলে,
আল্-আকসা ব্রিগেডের মৃত্যু শপথে
আর হিয্বুল্লাহর ইহুদী বিতারণ উল্লাসে।
এভাবে আমি বার বার ফিরে আসি
যেখানে মাতাল ঝড়ো মেঘ ধায়
আসন্ন প্রলয়ের বর্ণীল উৎসবে।
বিষয়: বিবিধ
১৪৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন