মাহমাদুর রহমান স্যার "ক্ষমা করে দিও আমায়" তোমার জন্য কিছুই করলাম না...!
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ৩১ মে, ২০১৪, ১০:৩৩:৩৯ রাত
মাহমুদুর রহমান স্যার, তোমার জন্য কি এখনো সবাই অবাক নয়নে চেয়ে থাকে তোমার মুক্তির জন্য.....?
যদিও তোমার জন্য আমরা সবাই কিছুই করতে পারিনি,তবুও কি তুমি চেয়ে থাকো এই আমাদের জন্য...?
স্যার,আমরা তোমার জন্য কখনো কিছুই করতে পারিনি এবং কিছু উপকার করতে কখনো চেষ্টাও করিনি তবুও তুমি আমাদের মাঝে চির সবুজ পাতার মত গাছের ডালে ঝুলে আছো এমনি সব সময় মনে হয়।
তবুও আমাদের সবার কাছে মনে হয় তুমি যেন ঐ গোঁলাপের গাছের সদ্য ফুঁটন্ত গোঁলাপ ফুলের মত।
স্যার তুমি জাননা তোমার মত একজন সত্ একনিষ্ঠ লোকের বর্তমান বাংলাদেশে কতটুকু প্রয়োজন,
সবাই টাকার লোঁভে সার্থপর হয়ে গেলেও আমাদের মতে তুমি কখনো সার্থপরের ছোঁয়াও নিবে না সেটা আমাদের সবার কাছেই জানা।
এই বাংলার মাঠিতে তোমার জন্য কিছু করতে না পারায় তোমার কাছে জানাই "সরি"
তবুও যানি তুমি সেই আগের মতই থাকবে।
#সাইদুর
বিষয়: বিবিধ
৯২৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু আমাদের দায়িত্ব তার আদর্শকে নিয়ে এগিয়ে যাওয়া।
মন্তব্য করতে লগইন করুন