"গুম নয়"....নিখোঁজ (আম্বালীগ জনতা.....???
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ০৯ মে, ২০১৪, ০৮:২৩:১১ রাত
'গুম' বলে কোনো শব্দ নেই, শব্দটি হবে নিখোঁজ। বাংলাদেশে প্রতিদিনই মানুষ নিখোঁজ হচ্ছে। আগে গুম শব্দটা ছিল না...???
গুম সারা পৃথিবীতেই হয়। মানুষ নিখোঁজ হয় সারা পৃথিবীতে। এতো বড় প্লেন (মালয়েশিয়ার নিখোঁজ বিমান) আড়াইশ’ যাত্রী নিয়ে এতো দিন ধরে নিখোঁজ!" --- সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
★ মন্তব্যঃ
ব্যাটা মাতাল, বাঙ্গালরে হাইকোর্ট চেনাও ! দেশের সব মানুষ তোমাদের লীগের মতো আবাল আর মাতাল নাকি যে কোনটা 'গুম' আর কোনটা 'নিখোঁজ', বুঝেনা ! ছদ্মবেশে র্্যব বা ডিবি-র পরিচয়
দিয়ে যত্র-তত্র যাকে- তাকে তুলে নিয়ে লাপাত্তা করে ফেলা হচ্ছে।
এটাই তো 'গুম (enforced disappearance)'। একে 'নিখোঁজ'- এর প্রলেপ লাগিয়ে 'শাক দিয়ে মাছ ঢাকার' অপচেষ্টা যতোই করো,
তাতে তো ভবী ভোলবার নয়। জনতার আদালতে একদিন সব পাপের দায় নিয়ে তোমাদের দাঁড়াতেই হবে।
---tahrima
বিষয়: বিবিধ
৮২৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
.
.....
.....??????
মন্তব্য করতে লগইন করুন