দেলোয়ার ভাইয়ের গান... জেলখানা থেকে...লিখেছিলেন!!!!
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ০৭ মে, ২০১৪, ০৬:৪১:২৩ সন্ধ্যা
এই গানটি ছাত্রশিবিরের সাবেক
কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন
ভাই কারাগারে বসে লিখেছিলেন।সত্যিই
গানটা শুনে আবেগ ধরে রাখা যায়না.....
"আমি কুর্আনেরকর্মী,
আছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে,
আমি কারাগার থেকে গানে গানে কথা,
বলছি সবার তরে।
আমি ভালো আছি বেশ ভালো আছি, নেই
দুঃখবেদনা কোন,
শুধু দোয়া চাই সবে দোয়া কর,
যারা তোমরা আমায় চেনো।
আমি সত্য পথের পথিক বন্ধু, শুধু এই
দোষ বলে,
আজ বহু দিন মাস,
কারাগারে আছি বাতিলের রোষানলে।
তবু দুঃখ করিনা আল্লাহ সহায়, নেই নেই
কোনভয়,
আমি বিশ্বাস করি, মিথ্যাচারের
হবে হবে পরাজয়।
আমি মেঘনায় থাকি তিন কাথা এক,
আছি আছি বেশভালো,
শুধু বহুদিন ধরে, দেখেনা দু'চোখ বাহিরের
কোন আলো।
আমি রাজপথ চেড়ে আছি বহুদূরে,
সাথীদের নেই খোজ,
তাই দেখারস্মৃতির আশায় আশায়,
কেটে যায় দিনরোজ।
বুঝি দেখেনি দু'চোখ, বহুদিন
ধরে দুঃখিনি মায়ের মুখ,
আর বাবার স্নেহের কথা মনে পড়ে,
কেঁদে কেঁদে ওঠে বুক।
আমি মাঝে মাঝে দেখি, গ্রীলের
ওপাশে দাঁড়িয়ে কাঁদছে মা,
তার কাঁদা কাঁদা মুখ, দেখে যায় কিছু
বলতে যে পারিনা।
আমি পরক্ষণে নিজেকে চিনিয়া, ভুলে যায়
সব কথা,
আরমাকে বলি মা ভালো থেকো, এই
বলে করি শেষকথ।
আমি মমতার সব হাতছানি ভুলে, তাহাদের
কথা বলি,
যারা দ্বীনেরতরে নির্যাতন, আর নিপীড়ন
সয় জানি।
যারা দ্বীনের আলোয় আলোকিত চায়,
দেখতে এই যমীন,
আর পাজরের রাঙ্গা খুনঢেলে দিয়ে,
পরিশোধ করে ঋন।
আমি তাহাদের চেয়ে অনেক তুচ্ছ অনেক
স্বার্থপর,
তাই তাহাদের মত
পারিনিকো হতে,পড়ে আছি কারাগার।
আমি পারিনিকো হতে মালেকের মত,সেই
সৌভাগ্যবান,
যিনি দ্বীনেরতরে নিজেরজীবন,করে গেছে কোরবান"
কতটা হ্রদয়বিদারক এই গানটি।
............................................
আল্লাহ,
তুমি এইভাইটিকে সুস্থকরে দাও।
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন