দেলোয়ার ভাইয়ের গান... জেলখানা থেকে...লিখেছিলেন!!!!

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ০৭ মে, ২০১৪, ০৬:৪১:২৩ সন্ধ্যা



এই গানটি ছাত্রশিবিরের সাবেক

কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন

ভাই কারাগারে বসে লিখেছিলেন।সত্যিই

গানটা শুনে আবেগ ধরে রাখা যায়না.....

"আমি কুর্আনেরকর্মী,

আছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে,

আমি কারাগার থেকে গানে গানে কথা,

বলছি সবার তরে।

আমি ভালো আছি বেশ ভালো আছি, নেই

দুঃখবেদনা কোন,

শুধু দোয়া চাই সবে দোয়া কর,

যারা তোমরা আমায় চেনো।

আমি সত্য পথের পথিক বন্ধু, শুধু এই

দোষ বলে,

আজ বহু দিন মাস,

কারাগারে আছি বাতিলের রোষানলে।

তবু দুঃখ করিনা আল্লাহ সহায়, নেই নেই

কোনভয়,

আমি বিশ্বাস করি, মিথ্যাচারের

হবে হবে পরাজয়।

আমি মেঘনায় থাকি তিন কাথা এক,

আছি আছি বেশভালো,

শুধু বহুদিন ধরে, দেখেনা দু'চোখ বাহিরের

কোন আলো।

আমি রাজপথ চেড়ে আছি বহুদূরে,

সাথীদের নেই খোজ,

তাই দেখারস্মৃতির আশায় আশায়,

কেটে যায় দিনরোজ।

বুঝি দেখেনি দু'চোখ, বহুদিন

ধরে দুঃখিনি মায়ের মুখ,

আর বাবার স্নেহের কথা মনে পড়ে,

কেঁদে কেঁদে ওঠে বুক।

আমি মাঝে মাঝে দেখি, গ্রীলের

ওপাশে দাঁড়িয়ে কাঁদছে মা,

তার কাঁদা কাঁদা মুখ, দেখে যায় কিছু

বলতে যে পারিনা।

আমি পরক্ষণে নিজেকে চিনিয়া, ভুলে যায়

সব কথা,

আরমাকে বলি মা ভালো থেকো, এই

বলে করি শেষকথ।

আমি মমতার সব হাতছানি ভুলে, তাহাদের

কথা বলি,

যারা দ্বীনেরতরে নির্যাতন, আর নিপীড়ন

সয় জানি।

যারা দ্বীনের আলোয় আলোকিত চায়,

দেখতে এই যমীন,

আর পাজরের রাঙ্গা খুনঢেলে দিয়ে,

পরিশোধ করে ঋন।

আমি তাহাদের চেয়ে অনেক তুচ্ছ অনেক

স্বার্থপর,

তাই তাহাদের মত

পারিনিকো হতে,পড়ে আছি কারাগার।

আমি পারিনিকো হতে মালেকের মত,সেই

সৌভাগ্যবান,

যিনি দ্বীনেরতরে নিজেরজীবন,করে গেছে কোরবান"

কতটা হ্রদয়বিদারক এই গানটি।

............................................

আল্লাহ,

তুমি এইভাইটিকে সুস্থকরে দাও।

বিষয়: বিবিধ

১০৬১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218694
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
মাজহার১৩ লিখেছেন : দেলোয়ার ভাই কেমন আছেন কেউ যদি জানাতেন।
১৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
243105
shaidur rahman siddik লিখেছেন : Praying
218735
০৭ মে ২০১৪ রাত ০৮:০৭
১৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
243106
shaidur rahman siddik লিখেছেন : আমিন
218745
০৭ মে ২০১৪ রাত ০৮:৪৭
সন্ধাতারা লিখেছেন : It is very difficult to control emotions. May Allah save him and give him peace.
১৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২০
243107
shaidur rahman siddik লিখেছেন : হুম
218749
০৭ মে ২০১৪ রাত ০৮:৫২
মাজহার১৩ লিখেছেন : দেলোয়ার ভাই কি হারিয়ে গেল আমাদের মাঝ থেকে।
218875
০৮ মে ২০১৪ সকাল ০৫:৩৫
পাহারা লিখেছেন : খুব ভালো লাগলো। আমিন।
১৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২২
243108
shaidur rahman siddik লিখেছেন : আমিন
219545
০৯ মে ২০১৪ রাত ০৮:৩৫
shaidur rahman siddik লিখেছেন : মাজহার১৩ ভাইয়া দেলোয়ার ভাই একটু সুস্হ আছেন ! আবার বীর বেশে ফিরে আসবেন ॥

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File