ডাঃ ইমরানের ফেবু স্টাটাস নয়, যেন ব্যাঁঙের ছাঁ--তাঁ র মত।

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ২৬ এপ্রিল, ২০১৪, ১১:০৮:৩৭ রাত

ইমরান এইডস সারখার আজকে একটা স্টাটাস দিয়েছিলেন অনেক কঠিন কথা বলে...

শেষে একটি কোঁটেশনে দিয়েছিলেন...

""""প্রজন্মের কাঁধে তিরিশ লক্ষ শহিদের

রক্তের দায়, ন্যায়বিচারই দায়মুক্তির

একমাত্র পথ। পাহারায় প্রজন্ম, পবিত্র

রক্তে আপোষ থাকে না।"""

আবাঁল বেঁচারা এত দিনেও দেখি কিছু বুঝে উঠতেই পারে নি।

যে প্রজন্মকে সে কাঁধে করিয়ে নিয়েছিলো শহিদের রঁক্ত বহন করার জন্য সেই প্রজন্ম তো দেশের আরো একটি যুদ্ধে পরিনতন করতে চেয়েছিলো রক্তও ঝড়িয়েছে অনেক । এটার বিচার কি ঐ ইমরানের উপর করা যায় না ?

ন্যায় বিচার চেয়ে তিনি দায়মুক্তের পথ দেখেতে চেয়েছেন । ন্যায় বিচার তো ওর পেয়ারে হাসিনার ভাগিনা ছাত্রলীগ ও পুলিশলীগ কয়েকদিন আগেই দিয়েছেন । আদালতে যাওয়ার কোন প্রয়োজন হয় না ।

পাহারায় প্রজন্ম ! আহ্ কি মঁধুর কথাটা নাই বলেছেন , রক্তের আপোস থাকবে না ।

নেটওয়ার্কের বাইরে যাবে নাকি ?

স্টাটাস এর অর্থই তো সেটি বলতেছে।

বিঃ দ্রঃ তার পাওয়া কমেন্ট গুলিই প্রমান ॥

বিষয়: বিবিধ

৮৮৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213699
২৭ এপ্রিল ২০১৪ রাত ১২:০০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ইমরান এইচ সরকার এ প্রজন্মের অহংকার
213707
২৭ এপ্রিল ২০১৪ রাত ১২:০৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মন্দ কি বলেছেন উনি।
213772
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৬:২১
shaidur rahman siddik লিখেছেন : অহংকারেই অধপতন
213815
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৩
দ্য স্লেভ লিখেছেন : যারা তাকে হিরো বানাইছিলো তারাই জিরো বানাচ্ছে এই জন্যে তার মানুষিক অবস্থা ভাল নেই।
214052
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৮
shaidur rahman siddik লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File