জাতির পিতা শেখ মুজিব নয়, বরং ইব্ররাহীম (আঃ)
লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ০২ মে, ২০১৪, ০৭:০৮:৫৯ সন্ধ্যা
মুসলমানদের পিতা তিনজন হয়, আদি পিতা হজরত আদম (আঃ), মুসলিম জাতির পিতা ইব্রাহীম (আঃ), আর নিজের জন্মদাতা পিতা । তাহলে তারা চার জনকে বাবা ডাকে কেন? আর একজন কোথা থেকে পেল?
বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তাই ছোট বেলা থেকে আমার হৃদয়ে তিনি একটা বিশাল জায়গা দখল করে আছেন, উনার প্রতি শ্রদ্ধার জায়গাটা সব সময়ে অটুট থাকে। তাকে শ্রদ্ধা করতে হলে বাবাই ডাকতে হবে তার কোন যৌক্তিকতা দেখিনা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে্র সুরা হজ্বের ৭৮ নম্বর আয়াতে সরাসরি বলে দিয়েছেন 'এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহীম (আঃ) এর মিল্লাত'...... তাহলে আমরা কেন তার নগন্য বান্দা হয়ে যাকে খুশি তাকে বাবা বানাব?
এই সব আবেগ ছাড়া আর কিছুই না, কেও কেও বউয়ের অতি ভালমানুষী দেখে বউকে মা ডেকে বসে, আর এই ডাক দেয়ার সাথে সাথে বউ জীবনের তরে হারাম হয়ে যায়। তাই আমাদের আবেগের ব্যাপার সতর্ক হওয়া দরকার, যাকে যে নামে ডাকলে কোন প্রশ্ন বিতর্কের অবকাশ থাকেনা, তাকে সে নামেই ডাকি।
বিষয়: বিবিধ
১৭৫৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাতির পিতা আবার বঙ্গবন্ধু।
১০০% সহমত
মন্তব্য করতে লগইন করুন