লজ্জাবতী

লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৪৭:০৪ দুপুর

লজ্জাবতী নাম তার

ভীষন লজ্জা পায়

লজ্জায় তার জীবন যাপন

লজ্জায় হাবু ডুবু খায়

এতো এতো লজ্জা তার

ঘোমটা সরাতে নাহি চায়

তার সাথে কথা বলা

হল যে ভীষন দায়

নদীর দ্বারে হাটতে গিয়ে

হঠাৎ থমকে দাড়াঁই

একটি লতা আমায় দেখে

ঘোমটা টানে মাথায়

তাকে দেখেছি তাই

লজ্জার যেন সীমা নাই

সুধাই কি নাম তোমার

কি তোমার পরিচয়

বলে, আমার নাম লজ্জাবতী

তাই সবায় কয়

তুমিত একটা বৃক্ষলতা

লজ্জা কি খুব দরকার?

লজ্জা থাকা যাকে মানায়

তারতো খবর নাই

লজ্জা হল নারীর ভূষণ

সর্বজনের জানা

সবখানেতে ছড়িয়ে আছে

নির্লজ্জতা বেহায়াপনা

লজ্জাবতী দেখলে তোমায়

ভীষণ ইচ্ছা জাগে

তোমার থেকে শিখবে নারী

লজ্জা বলে কাকে!

-হৃদয়ে রক্তখরণ

বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File