ঢাবির একটি সেমিনার, বিনা সিক্রি, ফেলানী ও জাতীয় আত্মসম্মানবোধ!

লিখেছেন লিখেছেন এহসান সাবরী ০৫ এপ্রিল, ২০১৪, ১১:২৬:৩১ সকাল

গতকালকে একটা স্ট্যাটাস থেকে জানলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে সাবেক ভারতীয় ডিপ্লোম্যাট বিনা সিক্রি ফেলানি হত্যাকান্ড নিয়ে ছাত্রদের প্রশ্নের জবাবে বলেছেন,"ডোন্ট বি ড্রামাটিক!"

আপনি স্রেফ একবারের জন্য চিন্তা করেন এ দেশের স্বাধীনতা সংগ্রামের তীর্থকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে আমাদের দেশের মানুষকে পাখির মত গুলি করে আমাদেরকেই বলছে নাটক না করতে।কই শুনলাম নাতো বিনা সিক্রির কথার তাৎক্ষণিক প্রতিবাদ করেছে অনুষ্ঠানস্থল থেকে।বিনা সিক্রির এমন কথার পর অনুষ্ঠান থেকে তাকে আরো অধিক প্রতিবাদের মুখোমুখি না করে নিস্তার দিল কিভাবে ছাত্ররা?ছাত্রদের চেতনাও কি বিলুপ্ত হয়ে গেল?কোনটা আমাদের দেশের জন্য সম্মান হানিকর এই বোধ কি আমাদের মাঝ থেকে চলে গিয়েছে?

আমার দেশের বুকে বসে এমন কথা বলার সাহস কোথা থেকে আসে বিনা সিক্রির এই প্রশ্ন কেউ কি করেছে?

ভালো করেই জানি,কাজ হবেনা।অনেক মানুষের কাছেই ভারত হল অকৃত্রিম বন্ধু।স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আশঙ্কা আরো বেড়ে যাচ্ছে।জাতির কুম্ভকর্ণের এই নিদ্রা কবে ভাঙবে?

https://m.facebook.com/story.php?story_fbid=1436597289920147&id=100007096689003&refid=17

বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202723
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৭
egypt12 লিখেছেন : এই জাতির মাথা বিক্রয় হয়ে গেছে তাই দেহের শক্তি নাই :(
202731
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য জানতে চাইলে তাদের নাটক ই মনে হয় কারন তারা নিজেরা তাই করে অভ্যস্ত।
202769
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৩
হতভাগা লিখেছেন : এই ঢাবির পোলাপানরাই তো ৪৭ সালে জিন্নাহকে
''নো'' ''নো''
বলেছিল ।

সামনে এমন দিন এলে বিস্মিত হব না যখন এই ঢাবিরই আজকের পোলাপান তাদের ভার্সিটিতে হিন্দিকে অগ্রাধিকার দেবে বাংলার উপর।
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
152312
এহসান সাবরী লিখেছেন : আশঙ্কা অমূলক নয়
202785
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০১
152514
এহসান সাবরী লিখেছেন : ধন্যবাদ
202989
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:২৪
নীল জোছনা লিখেছেন : এই ঢাবির পোলাপানরাই তো ৪৭ সালে জিন্নাহকে
''নো'' ''নো''

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File