অভিমান আনমনে!

লিখেছেন লিখেছেন এহসান সাবরী ০৪ এপ্রিল, ২০১৪, ১০:৫৯:৪৭ সকাল

তোমায় আমার দেয়ার কিছু নেই,

দেয় সমগ্র বস্তু নিজহাতে তোমার

পদতলে রেখে এসেছিলাম।

ক্লান্ত পা টেনে এনে,শরাহত বুক থেকে

দু'ফোঁটা খুন আর ক'ফোঁটা অশ্রু দিয়েছিলাম।

শেষ বার কিছু বলে সাগরসম তৃষ্ণা নিয়ে

চেয়েছিলাম আমার চির আরাধ্য তোমার মুখপানে।

তুমি কিছু না শুনিয়ে শুধু হেসেছিলে।

আমিও সমস্ত ব্যথা গোপন করে হেসেছি-

আর বলেছি মনে মনে,"আহ!

মরণ!তোর জ্বালা মানুষ সয় কি করে!"

বিষয়: সাহিত্য

১১৩৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202427
০৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা খাইরান.. অনেক ভালো লাগলো পড়ে
202429
০৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৮
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
202545
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৬
ফেরারী মন লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File