ব্লগে কাদা ছোড়াছুড়িঃলাভ বা ক্ষতি কাদের??
লিখেছেন লিখেছেন এহসান সাবরী ০৮ মার্চ, ২০১৪, ১২:১৯:৫০ দুপুর
ব্লগে পদচারণা খুব বেশিদিনের নয়। আমার কাছে মনে হয় ব্লগ আসলে আমাদের সবার জন্য ই এক বিশাল ক্ষেত্র। বাইরের পরিবেশে মুখে কুলুপ এঁটে রাখলেও অন্তত ব্লগে আমরা খুব নির্ভয়ে আমাদের মানসিকতার প্রতিফলন ঘটাতে পারি। এই অল্প কয়দিনের বিচরণে যেটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে তাহল অকারণে কাদা ছোড়াছুড়ি। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে যেভাবে কলমের ব্যবহার করেছেন তা নিঃসন্দেহে লজ্জাজনক। ব্লগটা আসলে আমাদের জন্য এক খোলা দাওয়াতী মাধ্যম হওয়া উচিত বলে আমি মনে করি। এখানে কাউকে ব্যক্তিগত আক্রমণ করলে লাভটা আসলে কার হয় সেটাও ভেবে দেখা উচিত। আমরা সবাই এক উদ্দেশ্য নিয়ে এই ব্লগ নামক জগতে এসেছি। যে বিষয়টি আমি বুঝতে পারছি সেটা আমার সহযোদ্ধা ভাইকে বুঝানো আমার লক্ষ। আমাদের হওয়া উচিত বুনিয়ানুম মারসুসের মত। অথচ আমরাই আমাদের ফাটলের কথা বলে বেড়াচ্ছি। আমি বেশ কয়েকজন ভাইয়ের লেখা পড়ার পর বলছি কথাগুলা। আমাদের মাঝে কে বড় লেখক, কার বুদ্ধিবৃত্তি সবচেয়ে বেশি এটা বলে বেড়ান নিতান্ত হাস্যকর মনে হয়। বিদ্যা মানুষকে বিনয়ী ও নম্র করে। আমাদের মুখ থেকে যদি আমরা নিরাপদ না থাকতে পারি তবে মু'মিন হিসেবে আমাদের কোনো স্থান আছে বলে মনে হয়না। আমাদের সবার উচিত নিজেদের ভুল,ত্রুটি গুলো এভাবে প্রকাশ না করে, আরেকজনের ছিদ্র খুঁজায় মনোনিবেশ না করে খোদাদাদ প্রতিভা দিয়ে তাঁর রাস্তায় সংগ্রাম করে যাওয়া। আরেকজনকে বড় বা ছোট প্রমাণের মানসিকতা থেকে বেরিয়ে এসে এক উদ্দেশ্য নিয়ে দৃঢ়পদে সামনে এগিয়ে যাওয়া। মহান আল্লাহ আমাদের সবার সকল ধরণের প্রচেষ্টাকে কবুল করুন আর আমাদেরকে ক্ষমা করুন।
বিষয়: বিবিধ
৯৬২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন