দুমড়ানো কাগজ

লিখেছেন লিখেছেন এহসান সাবরী ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫১:৩৫ সকাল

অসাধারণ সব কবিতা আর পান্ডিত্যের বহর নয়;

আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াই দুমড়ানো এক কাগজ-

দ্বার থেকে দ্বারে!!

বিতৃষ্ণার কালো কুয়াশা থুতু হয়ে জমে, বিষিয়ে উঠে মুখ,

বিষিয়ে উঠে নোংরামি ভরা

ভদ্রবেশের জ্ঞানের ঝোলা পিঠে

আর কথিত সবজান্তার উর্দি পড়া

সভ্য লোকদের দেখে!

পকেট থেকে দুমড়ানো কাব্য বের করে

যখন হাতে দেই জ্ঞানপাপীদের;

আৎকে উঠা চেহারা বলে উঠে

সভয়ে,”আরে কি লিখেছো তুমি?

তুমি তো ধর্মদ্রোহী!না না তুমি সমাজদ্রোহী!!”

শুষ্ক ফেটে যাওয়া ঠোঁটে আমি

এক চিলতে হাসি আনি,বলে উঠি,

“এ সবই তোমাদের কীর্তিনামা!

দুচোখ ভরে দেখো!

কবিতায় তোমাদের ফাঁসির আদেশ দেব!

দেব যাবজ্জীবনের দণ্ডাদেশ!

সাহিত্যাকাশের বরপুত্ররা কেঁপে উঠে

আর আমি দুমড়ানো কাগজ টান দিয়ে

ধীর,দীপ্ত পদক্ষেপে চলে যাই!

জানি,এ দুমড়ানো কাগজ

দুঃস্বপ্ন হয়ে তাড়া করবে ওদের!

স্বপনে,শয়নে আর জাগরণে!

(খোদার রাহে নিজের মনন উৎসর্গকারী কলম সৈনিকদের প্রতি

বিষয়: বিবিধ

৯১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File