কেমন লাগে ভালো প্রিপারেশন নিয়ে খারাপ পরীক্ষা দিলে
লিখেছেন লিখেছেন তোতামিয়া ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৪২:০৪ দুপুর
ব্যাপক প্রিপারেশন নিয়ে গেলাম পরীক্ষা দিতে; পরীক্ষা বলতে ক্লাস টেস্ট।হোক ক্লাসটেস্ট ,আমি বরাবরই মারাত্নক সিরিয়াস। প্রস্তুতির ঝুলিতে পুরো সিলেবাস। ক্লাসমেটদের অনেকেই কিছু অংশ পড়েছে বাকিটা পড়েনি। আমি অকাতরে জ্ঞান বিলিয়ে চলেছি। যে যা জিজ্ঞেস করে আমি বলে যাচ্ছি অবহেলাভরে। যখন প্রশ্ন হাতে পেলাম দেখি দুইটা অংকের দুইটাই কমন। আর যায় কোথায়। তৎক্ষণাৎ ঝাপিয়ে পড়লাম।ঠিক যেন বহুদিনের বুভূক্ষ মানুষের সামনে স্বপ্নের আহার। কোনটা ছেড়ে কোনটা অ্যান্সার করব সেটা ভাবতে ভাবতে যখন একটা করতে শুরু করেছি তখন দেখা গেলো কিঞ্চিৎ গন্ডগোল।মানে হিট কন্ডাকশানের কোন ইকুয়েশনটা ইউজ করতে হবে ঠিক মনে পড়ছে না আর কি
যাই হোক --"বিনা রণে না ছাড়িব শূচাগ্র মেদিনী" শুরু করলাম পরেরটা। মাথায় একটা আড়াইমনি বাড়ি পড়ল যখন দেখি এই অংকের অবস্থাও তথৈবচ এদিকে সময় বড় নির্মম।নিজের সমস্ত মেধা নিংড়ে যখন একটা অংক নিয়ে কিছুটা টানা হেচড়া করছি তখন স্যার বললেন আছে আর পাঁচ মিনিট। লে হালুয়া... ঐটা ঐপর্যন্তই। গেলাম প্রথম অংকে আবার। কিছুক্ষন এর উপর অপারেশন চালানোর পর সময় শেষ। বসেছিলাম সামনের বেঞ্চে। পেছন থেকে খাতা জমা দিয়ে সবাই সামনে পাঠাচ্ছে। দেখি আমার কাছ থেকে পরীক্ষা শুরু করার আগে যারা বিভিন্ন বিষয়ের মাসোহারা নিচ্ছিল তারা সকলেই কমবেশি অংক দুটো পেরেছে।নিজে না পারলে যতটুকু কষ্ট লাগে তারচেয়ে অনেক বেশি কষ্ট লাগে যখন দেখি একই জিনিস বন্ধুরা পেরেছে। একবুক কষ্ট নিয়ে বাসায় ফিরতে ফিরতে চিন্তা করছিলাম-কেনো জানা বিষয়গুলো বারবার ভুল করছি; উল্লেখ্য আমার আগেও একই ধরনের সমস্যা হয়েছে। চিন্তা করে টের পেলামঃ
১। থিওরী ঠিকঠাক পড়লেও অংকগুলো নিজের হাতে না করে সল্যুশান দেখে করা হয়েছিল।
২।পড়ার সময় শুনেছিলাম গান।
৩। পরীক্ষার আগে কথা বলা হয়েছে বেশি।সেসময়টাতে বাকিরা রিভিশন দিয়েছে আর আমি করেছি মাস্টারি;ফল হাতেনাতে।
সামনের দিনগুলোতে এসব ব্যাপারে খেয়াল রাখতে হবে। পরিক্ষাও শেষ না,আল্লাহ চাহে তো জীবনও শেষ না। আবার দেখা হবে।
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন