প্রিয় মাতৃভূমি......
লিখেছেন লিখেছেন তোতামিয়া ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১৮:১৪ সকাল
আমার জন্মভূমি,আমার উর্বর কালো মা,তোমার শ্যামলিমায় আমার নাড়িপোতা। ক্ষমতালিপ্সু জালিমের অত্যাচারে চারদিক যখন অন্ধকার,যখন দাঁতে দাঁত চেপে নিস্তেজ হয়ে অপেক্ষা করছি একটি বুলেটের-এমন অসহায়ত্বে সন্তান তো তার মাকেই তার বেদনার কথা শোনাবে-তাই না মা!
দুদিন আগে বসন্ত এসেছে।সাথে এসেছে অস্বস্তিকর বৃষ্টি।বসন্তের এই অনাহূত বর্ষণে তোমার কোকিলেরা গাইতে পারছে না, নাতিশীতোষ্ণ ফুলেল বসন্তে দীর্ঘ শীতের রাত হানা দিয়েছে।তোমার সন্তানেরা শান্তিতে নাই মা। আজকে তোমার সবুজপত্রে খুন-লালিমার ছোপ ছোপ দাগ।অসহায়ের খুলি নিঃসৃত রক্ত-মগজ পিচ্ছিল রাজপথে ছুটে চলছে জুলুমের ট্রাক। অনিশ্চিত গন্তব্যের পথে তোমার সন্তানদের নিয়ে চলেছে নরপিশাচের দল। সত্যের নির্ভীক সৈনিকেরা কারাবন্দী।চরিত্রবান যুবকেরা আক্রান্ত। ক্ষুদ্রাতিশয় ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের দাম পরিশোধ করছে তোমার সম্ভ্রম। পঞ্চান্ন হাজার বর্গমাইল এক নিদারুন কারাগার যেন- দাড়ি রাখলে,টাকনুর উপড় কাপড় পরলে,মাথায় টুপি দিলে-জঙ্গি বলে; তা বলুক কি আসে যায়-কিন্তু এ অপরাধে যদি জেলে যেতে হয় তখন? আমরা প্রশ্ন করিনা।উত্তর দেবার কেউ নাই মা। আমাদের শিক্ষার অধিকার রহিত, সত্য বলার দায়ে আমাদের সামাজিক জীবনকে বিভীষীকাময় করে তোলা হয়েছে। মানবাধিকার বলে আমাদের কিছু থাকতে নাই।
একটা সময়,এইত কিছুদিন আগেও এসব নিয়ে খুব আফসোস হত।এখন আর হয়না। ঐ যে বললাম একটা বুলেটের অপেক্ষায় আছি। এই অন্ধকার অমানিশা কাটতে কত সময় লাগবে তার কোন গাছপাথর নেই। সাথে যোগ হয়েছে বীর্যহীন,সাহসবিহীন দোপেয়ে মানুষ নামধারী এদেশের কাপুরুষ কিছু প্রাণী লোকেরা যাদের বিরোধী দল বলে। নিজেদের রাজনৈতিক অধিকারবোধ বলতে তাদের কিছু নেই। ভীনদেশীদের দাক্ষিন্য আশায়া তারা দিনমান পশ্চিমে-উত্তরে তাকিয়ে থাকে।তাদের মিথ্যা আশ্বাসে কত লোক,তোমার কত সন্তানেরা প্রান দিল,কত সন্তান পিতাহারা হল,কত নববধু বৈধব্যের সফেদ শাড়ি পড়ল;কই কিছু তো হল না। আজ শুনশান নিরবতার মাঝে কেবল জালিমের ট্রাকের আও্য়াজ পাই আর তোমার বুকে ফিরে আসতে একটি বুলেটের অপেক্ষা করি।
আর লিখতে ইচ্ছে করে না মা। তুমি ভালো থেকো। আমার ক্লান্তি ক্ষমা কোরো মা। ভালো থেকো.........
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন