শান্তি কিসে? ধর্মে নাকি বস্তুবাদী তে?

লিখেছেন লিখেছেন hasan50 ০৫ মার্চ, ২০১৪, ০৯:৩৫:৫০ সকাল

কেবল বস্তুগত সম্পদের প্রাচুর্য মানুষকে দেয় না কাঙ্ক্ষিত সুখ ও প্রশান্তি। আধ্যাত্মিকতামুক্ত ও ধর্মহীন পরিবেশে ব্যাপক সম্পদ ভোগ করেও মানুষ যে সুখী হয় না তার প্রমাণ হল পাশ্চাত্যের জনগণের প্রশান্তিহীনতা। পশ্চিমা মতাদর্শের মূল কথাই হল,পার্থিব জীবন ভোগের জীবন। কিন্তু মৃত্যুর পর আর কিছুই নেই। এ বিষয়টি পশ্চিমাদেরকে উদ্দেশ্যহীনতার যন্ত্রণা দিয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম বলে, মৃত্যুই মানুষের জীবনের শেষ কথা নয়। পরকালে থাকবে সত কাজগুলোর জন্য পুরস্কার। আর এই চিন্তা নিয়ে ধার্মিক মানুষেরা বেশি বেশি সত কাজ করেন বলে মৃত্যু নিয়ে তারা শঙ্কিত থাকেন না। একজন বিশ্বাসী ব্যক্তি অস্তিত্ব জগত সম্পর্কে সুধারণা রাখেন। তার দৃষ্টিতে সৃষ্টিকর্তার বিধান সঠিক ও ন্যায়বিচারপূর্ণ। তার মতে সৃষ্টিকর্তা দয়ালু ও করুণাময়। তাই বিশ্বাসীরা জীবনকে নিয়ে সন্তুষ্ট ও সুখী। কঠিন সংকট আর বিপদের চড়াই-উতরাই তাদের বিচলিত বা হতাশ করে না। কারণ, তারা জানেন জীবনে সমস্যা এবং বিপদ ও কষ্টও উদ্দেশ্য বা তাতপর্যহীন নয়। বিশ্বাসীরা সুখের সময়ও ভারসাম্যপূর্ণ কথাই বলেন । সুখে ও দুঃখে সব অবস্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জনই তাদের লক্ষ্য ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধর্ম বিশ্বাসীরা কেবল নিজের কল্যাণ নিয়ে ভাবেন না, তারা অন্যদের কল্যাণের জন্যও সচেষ্ট থাকেন। সব সময় আশাবাদী থাকেন বলে তারা গভীর মানসিক ও আত্মিক প্রশান্তি অনুভব করেন। অন্যদিকে যারা ধর্মে বিশ্বাসী নন তারা নানা উদ্বেগ,দুশ্চিন্তা এবং মানসিক রোগে ভোগেন। অন্যদিকে যাদের ঈমান যত দৃঢ় তাদের মধ্যে এ ধরনের সমস্যা ততই কম।আর এ কারণেই আর্নেস্ট রেননের মত পশ্চিমা চিন্তাবিদরা মনে করেন, ধর্ম ও ধর্মের প্রতি মানুষের আগ্রহ কখনও বিলুপ্ত হবে না। বরং বস্তুবাদীদের বিরোধিতা সত্ত্বেও ধর্ম চিরকাল টিকে থাকবে। সত্য ধর্মের এই প্রবল আকর্ষণের কারণেই বস্তুবাদীতা আর লাগামহীন স্বাধীনতার প্রতি বিতৃষ্ণ পাশ্চাত্যের অনেকেই ইসলামের মধ্যে খুঁজে পেয়েছেন লক্ষ্যহীনতা ও আত্মপরিচিতিহীনতা থেকে মুক্তি এবং ধ্বংসাত্মকস্বাধীনতার অন্ধকার থেকে আধ্যাত্মিক জ্যোতির্ময়তার আলোকবর্তিকা।

ব্লগটি প্রথমে এখানে পোষ্ট করা হয়েছিল।

বিষয়: বিবিধ

১০১৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187024
০৫ মার্চ ২০১৪ সকাল ০৯:৪২
হতভাগা লিখেছেন : এটা কি গদ্য না পদ্য ?
187027
০৫ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৮
hasan50 লিখেছেন : ভাই মোবাইল থেকে পোষ্ট করা তাই এমন দেখা যাচ্ছে ।
187033
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:০৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
187038
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:০৯
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহ।অনেক সুন্দর লিখেছেন।
187040
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:১১
hasan50 লিখেছেন : ধন্যাদ ভাই।
187043
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:১২
বাকপ্রবাস লিখেছেন : দুটাতেই শান্তি দুটাতেই অশান্তি
এক জীবনে দুটাই দেখছি
যার যেটা লাগে ভাল
শান্তি পেলেই হল
অশান্তি চাইনা কোন
ভুল বুঝবেননা যেন
যার বিশ্বাস তার তরে
চুকাবে সে পরপারে
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:৫৫
138685
hasan50 লিখেছেন : একজন হত্যা করে খুথী হয় আরেকজন হত্যা না করে খুথী হয়। যার খুথী তার কাছে। কেমন হয় ব্যাপার টা?Smug
০৫ মার্চ ২০১৪ সকাল ১১:২৯
138690
বাকপ্রবাস লিখেছেন : এটাকেই বলে অশান্তি করে শান্তি খোঁজা
এমন শান্তি সকলেরই বোঝা
187074
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:৩৬
অনেক পথ বাকি লিখেছেন : আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর পোস্ট । ^Happy^

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File