বাংলা ভাষা কি শুধু ২১ ফেব্রুয়ারির জন্যই প্রযোজ্য? বাংলা
লিখেছেন লিখেছেন ব্লগার ঘোড়ার ডিম ৩১ জানুয়ারি, ২০১৪, ১০:০৪:০১ সকাল
২১ ফেব্রুয়ারি আসলেই আমাদের দেশের কিছু সুশীল সমাজের লোকজনের সম্পাদকীয় লিখতে আর টিভিতে চেহারা দেখাতে দেখাতে দিন যায়।এই সময় তারা বাংলা ভাষার যথার্থ ব্যবহার নিয়ে উঠে পড়ে লাগেন।বাংলাদেশের লোকজন কেন বাংলায় মেসেজ লিখে না, কেন তার ইংলিশ অহ্মর দিয়ে বাংলা লিখে এই সব নিয়া তার খুব মাথা ঘামায়। ফেব্রুয়ারি শেষ তাদের কাজকর্ম ও শেষ।গতকাল বংগবাজার মোড় দিয়ে দোয়েল চত্তরের দিকে যাচ্ছিলাম। হঠাত করেই চোখে পড়লো নবনির্মিত দৃষ্টিনন্দন সরকারি কর্মচারী হাসপাতাল।কিন্তু বাংলা নামের পাশাপাশি এইটার ইংলিশ নামটাও চোখে পড়লো। Sorkari Kormochari Hospital.
আচ্ছা বাংগালীরা তো বাংলা পড়তে পারে, তাহলে ইংলিশ নামটা তাহলে নিশ্চই বিদেশী দের জন্য দেয়া হয়েছে। আচ্ছা ইংলিশ হরফে লিখেছেন বলেই কি বিদেশিরা এই লেখাটি পড়ে এর অর্থ বুজতে পারবে?এখন কোথায় আপনাদের সেই বয়ান?
বিষয়: বিবিধ
১০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন