আকাশে জাফ্রিকবালের দ্রোন দেখলে ইটা মারবেন না!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩১ জানুয়ারি, ২০১৪, ১০:৩৪:০৬ সকাল
হুররে ! আমাদের সর্ববিষয়ে মহাবিশারদ জাফ্রিকবাল এবার বানিয়ে ফেললেন দ্রোন। একেবারে আমেরিকান স্কাই- ঈগল এর মত!
একটা লোক কিভাবে একাধারের কম্পিউটারে - সাহিত্যে - রাজনীতিতে - তেলবাজিতে -লুচ্চামিতে আর যন্ত্রকৌশলে আর ষ্টান্টবাজিতে এমন পারদর্শী হতে পারে ! তার সমস্ত সায়েন্সফিকশন কোন না কোন বিদেশি সায়েন্সফিকশনের সরাসরি নকল। রাজনৈতিক চামচামি ইতরামির শেষ পর্যায়ে গিয়ে ঠেকেছে। কম্পিউটারের কি এমন আবিস্কার করেছে যে দেশের সেরা কম্পিউটার বিশারদ হয়ে গেছে? এবার ষ্ট্যান্টবাজি দেখালো ড্রোন বানিয়ে যেহেতু ড্রোন শব্দটাএখন একটা আলোচিত শব্দ!
হাসবো না কাঁদবি বুঝতে পারছিনা। আমেরিকায় মোড়ের খেলনার দোকানে ও ২৫ থেকে ৩০ ডলারে ঐ দ্রোন পাওয়া যায়। রিমোর্ট-কন্ট্রোলার দিয়ে আধা মাইল দূরে আপনার বন্ধুর বাড়ির উপরে চক্কর মেরে আসতে পারবেন। শুধু তাই নয়, স্মার্ট ফোনের আ্যাপ দিয়ে ও চালাতে পারেন ঐ দ্রোন। বিল্ট-ইন ক্যাম সরাসরি ভি ডি ও ষ্ট্রীম করতে পারে আপনার ফোনে বা ওয়েবে। ওগুলোর দাম হয়তো ৫০- ৬০ ডলার।
তবে জাফ্রিকবালের বানানো ঐ সব দ্রোন অচীরেই শিবিরের মেসগুলুর উপর চক্কর দিলে অবাক হবোনা। তবে পোলাপাইন ইটা মাইরা ভূপাতিত করলে সারফেইস টু এয়্যার মিসাইল হামলার দায়ে মামলা ঠুকে দিয়ে গ্রেফতার এরপর রাতের ক্রশ ফায়ারে ওপার।
বি: দ্র: আকাশে জাফ্রিকবালের দ্রোন দেখলে ইটা মারবেন না!
বিষয়: বিবিধ
১৫৫৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন