তোমার ঠোঁটে
লিখেছেন লিখেছেন আনসারি ২৯ মে, ২০১৪, ১২:৩৪:২৫ রাত
ভাল্লাগেনা! ভাল্লাগে কি ?
ভাল্লাগেনা মোটে !
ভালোবাসা, ভালোবাসা
সব তো তোমার ঠোঁটে !
ভাল্লাগে কি ? ভাল্লাগেনা!
ভাল্লাগেনা মোটে !
ভালোবাসা যায় কি মাপা
চোটে কিবা ভোটে !
ভাল্লাগেনা! ভাল্লাগে কি ?
ভাল্লাগেনা মোটে !
যায় কি পাওয়া ভালোবাসা
চুরি কিবা লুটে !
বিষয়: সাহিত্য
১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন