তুমি আমার মা

লিখেছেন লিখেছেন আনসারি ১৬ এপ্রিল, ২০১৪, ০২:৫১:০৮ দুপুর

মা। মাগো

তুমি আমার মা

ভালোবাসী কতো

আমি তা ভাষায় বলতে পারিনা।

মা । মাগো

আমার জন্মদায়ী মা

তোমার ঋণের বোঝাযে কতো ভার

আমি পারিনা

তুমি ছাড়া বাড়াতে এক পা।

মমতা তোমার অশেষ

আকুলতা তোমার নাই তার সীমানা

মা। মাগো

তুমি আমার শ্রেষ্ঠ পাওয়া মা ।

জীবন ভরে শুধু দিয়ে গেলে তুমি

যতো চাওয়া পাওয়া

আমার আছে যা সব

শীরা উপশীরা হৃদয়ের তন্দ্রীতে

ইহ-পর জুড়ে মা

তুমি তুমি তুমি এবং সবখানে

তোমারই অনুভব।

আছে এ জীবন ; আমার আাছে যা

মা। মাগো

তুমি আমার মা।

বিষয়: বিবিধ

১১৯৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208762
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৫
আনসারি লিখেছেন : ভালো লাগলো
208764
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৭
সালমা লিখেছেন : ভালো লাগলো,মায়ের তুলনা মা।
208772
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : তুমি তুমি তুমি এবং সবখানে
তোমারই অনুভব।
আছে এ জীবন ; আমার আছে

অসাধারণ লিখেছেন
208798
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ Rose Rose Rose
208840
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File