মাজহারুল ইসলাম রানা ভাইয়ের মৃত্যু বার্ষিকীতে টাইগরদের জন্য রইলো শুভকামনা।
লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ১৬ মার্চ, ২০১৪, ০৯:০৬:৩০ সকাল
আজ ১৬ই মার্চ
মাজহারুল ইসলাম রানা ভাইয়ের
সপ্তম মৃত্যু বার্ষিকী
২০০৭ সালের আজকের এই দিনে
মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায়
তিনি মারা যান।
আবার আজ
আফগানিস্তানের সাথে ম্যাচ দিয়ে
টি২০ ওয়ার্ল্ড কাপের মিশন
শুরু করবে টাইগাররা।
আজ টাইগারেরা
একটা সুখ স্মৃতি নিয়ে
মাঠে নামবে তা হচ্ছে
২০০৭ সালের পর
আজকের এই দিনে টাইগারেরা
যতটি ম্যাচ খেলেছে, তার একটিতেও হারেনি।
কারণ এদিন ১১ দামাল ছেলেদের সাথে
১২ তম একটি শক্তি যোগ হয়
তা হচ্ছে
মাজহারুল ইসলাম রানা।
আমরা সবাই তার জন্য দোআ করি
মহান আল্লাহ তায়ালা যেন তাকে
জান্নাতুল ফেরদাউস দান করেন।
ইনশাআল্লাহ্
মাজহারুল ইসলাম রানার স্মরণে
টাইগাররা আজ ম্যাচ জিতবে।
টাইগারদের জন্য রইলো শুভকামনা।
বিষয়: বিবিধ
২১৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন