জানা না থাকলে, জেনে নিনঃ
লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ১৫ মার্চ, ২০১৪, ০৮:৪২:০০ সকাল
জানা না থাকলে, জেনে নিনঃ
• ১৯৭১ সালের ২৬ শে মার্চ কি বার ছিল?
-শুক্রবার।
• ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কি বার ছিল?
-বৃহস্পতিবার।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেনাপতি কে ছিলেন?
- এম এ জি ওসমানী।
• বাংলাদেশেরস্বাধ ীনতা ঘোষণাপত্র জারি করা হয় কবে?
- ১৯৭১ সালের ১০ এপ্রিল।
• বাংলাদেশেরপ্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
- সৈয়দ নজরুল ইসলাম।
• ‘এ দেশের মানুষ চাই না,মাটি চাই’ কার
উক্তি?
- ইয়াহিয়া খানের।
• বাংলাদেশেরমুক্ত িযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
- দুই ও তিন নং সেক্টর।
• বাংলাদেশেরমুক্ত িযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন।
তার নাম কি?
- মাদার মারিও ভেরেনজি।
• মুক্তিযুদ্ধকালী ন শেখ মুজিবুর রহমান কে কোথায় বন্দী করে রাখা হয়েছিল?
-পাকিস্তানের করাচি শহরের
মিয়াউয়ালি কারাগারে।
• ভারত- বাংলাদেশ যৌথ বাহিনী কবে ঘটিত
হয়?
- ২১ নভেম্বর, ১৯৭১।
• কোন জেলা প্রথম শত্রুমুক্তহয়?
- যশোর; ৬ ডিসেম্বর ১৯৭১।
• শেখ মুজিব কত তারিখে পাকিস্তান কারাগার
থেকে মুক্তি পান?
- ৮ জানুয়ারি, ১৯৭২।
• বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয়
অতিথি হিসেবে বঙ্গভবনে আসেন কে?
-ইন্দিরা গান্ধী।
• বাংলাদেশ নৌ বাহিনী গঠিত হয়েছিল
কয়টি জাহাজ নিয়ে?
- ২ টি;
এমভি পদ্মা এবং এমভি পলাশ।
• বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম
কবে এবং কার নেত্রিত্বে?
- ২৮ সেপ্টেম্বর১৯৭১; এ কে খন্দকারের নেতৃত্বে।
• বাংলাদেশেরস্বাধ ীনতা যুদ্ধের জন্য কোন বিদেশী কবিদ্বয় কবিতা লিখেন
এবং কবিতা পাঠের আয়জন করেন?
-ইএভেগেনি ইএভ তুসস্কোর (রাশিয়া) ও এলেন
গিন্সবারগ (যুক্তরাষ্ট্র)।
• মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতার
কেন্দ্রের পরিচালকের নাম কি ছিল?
- সামসুল হুদা চৌধুরী।
• কোন ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশ
নেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন?
-আদ্রে ময়রা।
• কে রণাঙ্গনকে ১১ টি সেক্টরে ভাগ করেন?
-কর্নেল এম এ জি ওসমানী।
• বাংলাদেশেরকোন সেক্টরে নিয়মিত
কমান্ডার ছিলনা?
- ১০ নং।
• চরমপত্র কি?
- একটি কথিকা।
• কোন পাক সেনানায়ক প্রথম
আত্মসমর্পণকরেন?
- মেজর জেনারেল জামশেদ।
• ১৯৭১ সালে ঢাকার গভর্নর কে ছিলেন?
- এস এম আহসান।
• স্বাধীনতাযুদ্ধে র পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারশুরু হয় কবে?
-১২ মার্চ, ১৯৭২।
• স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম উপাধি লাভ
করেন কতজন?
- ৬৮ জন (বীর বিক্রম-১৭৫জন; বীর
প্রতীক- ৪২৬ জন)।
• সর্বকনিষ্ঠখেতাব ধারী মুক্তিযোদ্ধার নাম কি?
- শহিদুল ইসলাম বীরপ্রতীক
(মুক্তিযুদ্ধকাল ে বয়স ছিল মাত্র ১২ বছর)।
• তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন?
- ১১ নং (ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় )।
• ডাঃ সেতারা বেগম
সেনাবাহিনীতে কি পদে ছিলেন?
- ক্যাপ্টেন।
• দেশের একমাত্র পাহাড়ি অধিবাসী বীর
বিক্রম কে?
- ইউ কে চিং।
• ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর পরিচালক
কে ছিলেন?
- সল সুইমার।
• ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি কত
লাইনের?
- ১৫১ লাইনের (রচয়িতা- এলেন
গিন্সবারগ)।
• বাংলাদেশ কে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
- ইরাক (৮ জুলাই, ১৯৭২)।
• বাংলাদেশ কে স্বীকৃতি দানকারী প্রথম
আমেরিকার দেশ কোনটি?
- কানাডা।
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন