এক ইহুদী মুসলমানদের গুমরাহ করার জন্য......

লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ১৩ মার্চ, ২০১৪, ০২:৪২:২৫ দুপুর

'দয়া করে সবাই পোষ্টটি পড়বেন" "

এক

ইহুদী মুসলমানদের গুমরাহ

করার

জন্য বড় এক সমাবেশে তিনটা প্রশ্ন

করলঃ

.

১. আল্লাহ যদি থেকেই থাকে,

তাহলে এর

আগে কি ছিল?

.

২. আল্লাহ’র চেহেরা কোন দিকে?

.

৩. আল্লাহ এখন কি করছেন?

...

সমাবেশ থেকে শুধু ৯ বছরের এক

বাচ্চা

দাড়িয়ে গেল প্রশ্নের উত্তর

দেওয়ার জন্য! .

বাচ্চাটি ইহুদীকে বলল-

সংখ্যা গণনা কর!

ইহুদী- 1 2 3 4 …..10

পর্যন্ত গুনল।

.

বাচ্চা – এখন পিছন থেকে গণনা কর।

ইহুদী – 10 9 8 7….1

.

বাচ্চা - 1 এর আগে কোন

সংখ্যা আছে?

ইহুদী – কোন সংখ্যা নেই। .

বাচ্চা – একই রকম আল্লাহ’র

আগে কোন

কিছুই নাই।

---

দ্বিতীয় প্রশ্নের উত্তর : বাচ্চাটা একটি লাইট

নিয়ে জালালো এবং

ইহুদীকে জিঞ্জাসা করল এর মুখ কোন

দিকে?

ইহুদী – চার দিকে

.

বাচ্চা – আল্লাহ নূর এবং তাঁর নূর

চারদিকে।

-------

তৃতীয় প্রশ্নের উত্তর :

আল্লাহ এখন এক ৯ বছরের বাচ্চাকে

দিয়ে এক ইহুদীর উত্তর দেওয়াচ্ছেন!

.

সুবহানাল্লাহ!

বিষয়: বিবিধ

১১৩১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191685
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:১১
ইবনে আহমাদ লিখেছেন : খুবই সুন্দর উপস্থাপনা। আমার জানা মতে বালক ছিলেন ইমাম আবু হানিফা।আর মজলিশটা ছিল সেই সময়ের বাদশার সামনে।
আপনি এরকম সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে লিখুন। সাথে তথ্যসুত্র ব্যবহার করতে পারলে ভাল হয়।
191703
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সুবহানাল্লাহ।
191707
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫০
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
191719
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৫
তানভীর রানা জুয়েল লিখেছেন : হুমম
ধন্যবাদ ভাই@ইবনে আহমাদ
191720
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৭
তানভীর রানা জুয়েল লিখেছেন : ওয়ালাইকুমুস-সালাম
ওয়া বারাকাতুল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ সবাইকে।
191732
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৯
মদীনার আলো লিখেছেন : আমার জানা মতে বালক ছিলেন ইমাম আবু হানিফা। অনেক ধন্যবাদ ভালো লাগলো ।
191756
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৫
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ।এটা একটা ওয়াজ মাহফিলে শুনেছিলাম।
191821
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
তানভীর রানা জুয়েল লিখেছেন : আপনাদের সবাইকে
অসংখ্য ধন্যবাদ আর
সাথে স্বাগতম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File