একটি ছোট গল্প ও আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয়

লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:১৮:২৭ সকাল

একদিন এক কৃষকের গাধা গভীর কুয়ায় পড়ে গেলো।

গাধাটা করুণসুরে কেঁদে কৃষকের দৃষ্টি আকর্ষণেরচেষ্টা চালাতে লাগলো।

কৃষক ভাবলো যেহেতু গাধাটা বৃদ্ধ হয়ে গেছে, কাজেই একে উদ্ধারের ঝামেলায় না গিয়ে মাটি ফেলে কুয়ার মাঝেই কবর দিয়ে ফেললেই ল্যাঠা চুকে যায়।

কাজেই কৃষক শাবল দিয়ে মাটি ফেলতে লাগলো গাধার উপর।

প্রথমে গাধা ঘটনা আঁচকরতে পেরে চিৎকার করে গলা ফাঁটিয়ে কাঁদতে লাগলো।

কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেলো। কৃষকএই নিরবতার কারণ উদ্ঘাটন করতে গিয়ে কুয়ার ভিতর উঁকি দিয়ে অবাক হয়ে গেলো।

প্রতিবার যে ই গাধাটার উপর মাটি ফেলা হয়েছে,

সে তা পিঠ ঝাড়া দিয়ে ফেলে দিয়ে সেই মাটিকে ধাপ বানিয়ে একধাপ একধাপ করে বেশ খানিকটা উপরে উঠে এসেছে।

এটা দেখে কৃষক আরো মাটি ফেললো এবং পরিশেষে গাধাটা বের হয়ে আসলো কুয়া থেকে।

মরালঃ জীবন আপনার উপর শাবল ভর্তি মাটি ফেলবে এটাই স্বাভাবিক।

আপনার কাজ হচ্ছে সেই চাপা দেয়ার মাটিকেই কাজে লাগিয়ে উপরে উঠা।

প্রতিটি সমস্যাই আসলে সমাধানের একটি করে ধাপ, যদি আপনিতা কাজে লাগানোর মতো ইতিবাচক হয়ে থাকেন।

যেকোন সুগভীর কুয়া থেকেই মুক্তিলাভ সম্ভব, যদি না আপনি হাল ছেড়ে দেন।

জীবনে সুখী হওয়ার ৫ টি সহজ নিয়মঃ

১. অন্তর থেকে সকল ঘৃণা দূর করা- সবাইকে ক্ষমা করে দিন।

২. মনকে দুশ্চিন্তামুক্ত রাখা-বেশিরভাগ টেনশানের বিষয়গুলোই বাস্তবে ঘটেনা।

৩. সাধারণভাবে জীবন যাপন করা-নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকুন।

৪. নেয়ার চেয়ে বেশি দেয়া।

৫. মানুষ থেকে কম কিন্তু সৃষ্টিকর্তার কাছে বেশী কামনা করা।

বিষয়: সাহিত্য

১৫৯৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183736
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫১
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, শিক্ষনীয় পোস্ট
183768
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৩
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল।
183787
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৬
মদীনার আলো লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
183839
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৬
হতভাগা লিখেছেন : ভালো লাগলো , ধন্যবাদ ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
136014
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
183841
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
184329
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৪২
তানভীর রানা জুয়েল লিখেছেন : thanks to all

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File