আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধী নন- রাশেদুর রহমান রাকেশ
লিখেছেন লিখেছেন নিষিদ্ধ ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৫:০৩ দুপুর
প্
রথমে ধন্যবাদ অনবাংলাদেশডট ওআরজি কে আমায় প্রথম পাতায় লেখা প্রকাশের অনুমতি দেওয়ায়।
আজকের লেখাটি কেমন হবে জানিনা যদি ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে লেখাটি না লিখে পারলাম না।
আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধী নন রাশেদুর রহমান রাকেশ বলেছেন তার কাছে তথ্য আছে।
প্রথমেই জানাতে চাই এই রাকেশ কে?
এই রাশেদুর রহমান রাকেশ হচ্ছে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। একসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজন খুবই কাছের একটি পরিবার সে হচ্ছেন মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টু। মতিয়ুর রহমান রেন্টু পরিবার একসময় শেখ হাসিনার পারিবারিক সূত্রে বাধা ছিল। মতিয়ুর রহমান রেন্টু ১৯৯৯ সালে রাষ্ট্রকতৃর্ক অবাঞ্ছিত ঘোষিত হন। এর পর মতিয়ুর রহমান রেন্টু ১৯৯৯ সালে ২টি বই প্রকাশ করেন একটি হলো "আমার ফাসি চাই" ও "অন্তরালে বাংলাদেশ"। এর পর তিনি গোপনে বিদেশে পালিয়ে যান। ২০০৪ সালে বিদেশের মাটিতেই মারা যান। যাই হোক, এই মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টুর আপন ভাতিজা হচ্ছে রাশেদুর রহমান রাকেশ। সম্প্রতি তার একটি সাক্ষাতকার প্রকাশ করেন একটি অনলাই পত্রিকায়। সেখানে যানা যায় মতিয়ুর রহমান রেন্টু এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূত্র সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমান সম্পর্কে অনেক অজানা তথ্য। শুধু তাই নয় তিনি তারেক রহমান ও দেশের রাজনীতি নিয়ে একটি বই প্রকাশ করতে যাচ্ছে " অদৃশে মাঝে দেশ প্রেম"।
আমার লেখার শিরোনামটি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধী নন। এমটাই বলেছেন রাশেক। তিনি বলেছেন তার কাছে তথ্য আছে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধীর সাথে জড়িত নন। এছাড়া আরো অনেক কিছুই অকপটে বলেছেন।
নিম্নে পাঠকদের সুবিধার্থে এবং কপি পেষ্ট না করে লিংকটি দিয়ে দেওয়া হলো।
Click this link ক্লিক এই লিংকে প্রতিবেদনটি দেখতে চাইলে
ধন্যবাদ সকলকে
বিষয়: বিবিধ
২৩০৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনার সাক্ষ্য দিতেই যা দেরি , সাক্ষের সাথে সাথেই সাঈদী মুক্ত হয়ে যাবে ।
মন্তব্য করতে লগইন করুন