লিখতে পারি না প্রথম পাতায়
লিখেছেন লিখেছেন নিষিদ্ধ ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:১৮:৪৩ দুপুর
লিখতে পারিনা আজ প্রথম পাতায়
কবে পারবো তা জানি না
কি যে বেদোনা।
নিজের পাতায় নিজে লেখা
সেকি জানো না।
লেখা লেখি ছাড়া আমি বাচবো না।
তাই লেখা লেখি বুজি আমায় দিয়ে হবে না।
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন