ফুলের ভূবনে
লিখেছেন লিখেছেন পবিত্র ০৯ এপ্রিল, ২০১৪, ০৩:৪০:১২ দুপুর
মন খারাপ হলে ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়।
আমিও মাঝে মাঝে ফুলের ভূবনে ঘুরে আসি (নেটে সার্চ করে)। আল্লাহর এ অপরূপ সৃষ্টির সৌন্দর্য্য দেখে বিমোহিত হয়।
মুগ্ধ হয়ে দেখি
আর তাঁর প্রশংসা করি।
সুবহানাল্লাহ!! কতইনা সুন্দর তোমার সৃষ্টি!!
আজ আপনাদের জন্য কিছু ফুল সংগ্রহ করে নিয়ে আসলাম।
আমার খুবি প্রিয় অর্কিড ফুলের ছবি।
বিষয়: বিবিধ
৩০০৫ বার পঠিত, ৬৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রথম মন্তব্যের জন্য আপনাকে ফুলের শুভেচ্ছা।
তবে অনেকের ভালো লাগেনি।
ছবি থেকে ঘ্রাণ পেয়েছেন!!?
অসংখ্য ধন্যবাদ।
বিশেষ কোন কারণে মন ভালো না থাকলে
তখন বেশী বলতে পারেনা, কিছু দেখার ইচ্ছেটাও হারিয়ে যায়।
যত ফুল তত ভুল কন্টকও জাগে ,
মাটির পৃথিবী তাই এত ভাল লাগে।
কবি নজরুলের গান।
সুন্দর মন্তব্যটির জন্যও আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বিশেষ কোন কারণে মন খারাপ হলে
তখন বেশীতো বলতেও পারেনা, কিছু দেখার ইচ্ছেটাও হারিয়ে যায়।
:slap:
শুধু আপনার জন্য আমার এ উপহার ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ফুল ও মন্তব্যের জন্য।
একজোড়া খরম উপহার পেয়েছি। পড়ে আসতে পারেন
মন্তব্য করতে লগইন করুন