অপরূপ সুন্দর হাঁস মান্দারিন
লিখেছেন লিখেছেন পবিত্র ০৭ মার্চ, ২০১৪, ১১:১৬:৫৪ রাত
মান্দারিন এক প্রজাতির বাহারি রঙের ছোট ডুবুরি হাঁস।
সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ১৮ লাখ ৫০ হাজার বর্গ কিলোমিটার।
প্রায় সমগ্র ইউরোপ ও এশিয়ার কিছু কিছু অঞ্চল পর্যন্ত এদের বিস্তৃতি। স্বভাবে এরা প্রধানত পরিযায়ী।
তবে দূর দূর প্রাচ্যের মান্দারিন হাঁস সাধারণত স্থায়ী।
বাংলাদেশে এরা পরিযায়ী হয়ে আসে।
গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেলেও আশংকাজনক পর্যায়ে যেয়ে পৌঁছায় নি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে বা ন্যুনতম বিপদযুক্ত বলে ঘোষণা করেছে।
ইউরোপে এরা বেশ ভাল অবস্থায় থাকলেও এশিয়ায় এদের অবস্থা মোটামুটি। সমগ্র এশিয়ায় সম্ভবত ২০ হাজার মান্দারিন হাঁস রয়েছে।
এদের এশিয়ায় এখনও টিকে থাকার অন্যতম কারণ হচ্ছে এদের বিদঘুটে স্বাদ। স্বাদ ভালো না হওয়ায় শিকার হওয়ার হাত থেকে এরা অনেকাংশে বেঁচে যায়।
বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত নয়।
সমগ্র পৃথিবীতে আনুমানিক ৬৫ হাজার থেকে ৬৬ হাজার মান্দারিন হাঁস রয়েছে।
বিষয়: বিবিধ
৩২৯২ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হ্যাঁ! কতইনা সুন্দর আল্লাহর সৃষ্টি!! সুবহানাল্লাহ!!!
ভালো থাকুন।
আপনাকেও অনেক ধন্যবাদ।
বাংলাদেশে এরা আসলেও পরিযায়ী হয়ে আসে।
{চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান আর রাশিয়ায় এরা আবাসিক। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, স্লোভেনিয়া আর সুইজারল্যান্ডে মান্দারিন হাঁস অবমুক্ত করা হয়েছে। এছাড়া বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, হংকং, বেলারুশ ও স্পেনে (ক্যানারি দ্বীপপুঞ্জ) এরা হয় অনিয়মিত (Vagrant) নয়তো পরিযায়ী হিসেবে আসে।}
জাজাকাল্লাহু খাইরান।
আপু এই হাসটিকে ভুনা করে গরম গরম পরাটা বানিয়ে আমাকে আর হারিকেনকে দাওয়াত দিন
এদের এশিয়ায় এখনও টিকে থাকার অন্যতম কারণ হচ্ছে এদের বিদঘুটে স্বাদ। স্বাদ ভালো না হওয়ায় শিকার হওয়ার হাত থেকে এরা অনেকাংশে বেঁচে যায়।
রাহ'বারকে ধন্যবাদ! পবিত্রাপুকে ..........
উহ্ নাম শুনলেই ইসসসসসসসসস।
সুন্দর হাসটার গোস্ত আরো অনেক আমি খাওয়ার লোভে আর কিচু বোলতে পারচিনে।
পবিত্রাপু দাওয়াত না দিলে মাকে বলবো হাসের কথা।
আপনার পালা হাসটি কারো পেটে গেলোনা?
স্লেভ ভাই কইরে????
মনে হয় ছাদে রাখার কারণে মারা গেছে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।
এরকম পোস্টগুলো খুব কম ছিলো এতদিন...
অসংখ্য ধন্যবাদ।।
কিন্তু কোউন থোন পাওন যাইবো.
মন্তব্য করতে লগইন করুন