পুলিশ অতঃপর মানুষঃ
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৯ জানুয়ারি, ২০১৬, ০৩:২৮:২৫ দুপুর
"দীৰ্ঘ সাত বছর
চাকরির পর সন্তানের
ভবিষ্যতের
কথা ভেবে আজ
পুলিশের চাকরিটা
ছেড়ে দিলাম!!//
.
"এখনো একদম, স্পষ্ট
মনে আছে। যেদিন
ইন্টারভিউ দিয়ে এসে,
বললাম আব্বা চাকরি
হইছে,,,
কিন্তু ঘুষ চায় চার
লাখ, চাঁর লাখের অংক
শুনে আব্বার
মুখটা কেমন যেন
ফ্যাকাশে হয়ে
গেলো,মাকেও চিন্তিত
মনে হচ্ছিলো। আব্বা
আমাকে অভয় দিয়ে
বলল টেনশন লইসনা,
তোর
মামুর লগে লিডারেরে
ভালা খাতির!
.
"আব্বায়, হালের বলদ
আর এক খন্ড জমি
বিক্ৰি করে
মোটে আড়াইলাখ টাকা
মামার হাতে তুলে
দিলো।,
স্থানীয় লিডারের
সাথে মামার তুই
তুকারি সম্পর্ক
থাকায়, ৪ লাখের
যায়গায় আড়াই লাখেই
চাকরি
হলো!!//
.
"পোষ্টিং হয়েছিলো
অজপাড়া গায়ের একটা
থানায়,
এম্নিতেই পুলিশের
বদনাম, এমন এক
থানায় এলাম
যেখানে, থেকে মনে
হলোনা ২০ বছরেও
বাবার আড়াই লাখ
টাকা উঠাতে পারবো,
আবেদন
করলাম শহরের নামী
কোন থানায়
পোষ্টিয়েংর
জন্য!! পোষ্টিং হওয়ার
জন্য উপরে আরো
দেড়লাখ টাকা ঘুষ!
টেনে-টুনে ১ লাখে
রাজি
করিয়ে. আমার
টাৰ্গেটকৃত থানায়
পোষ্টিং হলামঃ বাহ!!
বেশ যা টাৰ্গেট
করছিলাম তাই
হয়েছে। শহুর থানা
বলে কথা! যত মামলা
মুকদ্দমা ততই
টাকা!!,,, সন্ধ্যায়
পাবলিক স্পটে হানা
দিয়ে! পাবলিক,কে
ধরে, মামলার
হুমকি দিলেই টাকা!
কেউ গ্যাজাতে
আসলেই
পকেটে ইয়াবা,
পৰ্ণলোড মেমোরি
ঢুকিয়ে
দিলেই হলো। কার
সাধ্য আছে
গ্যাজানোর!!
.
"-প্ৰতিদিনের মতো
,কালও ডিউটিতে
যাচ্ছিলাম,
পথে দেখলাম, পাশের
প্ৰতিবেশী আমার
ছেলেটাকে গালী
দিচ্ছে। ", ওর বাপ
পুলিশ, ওর
বাপে ভাঙ্গে মানুষের
সংসার, ওতো খালি
গ্লাস
ভাঙছে। বড় হইলে ওর
মতোই হইবো,
পুলিশের বাচ্চা বইলা
কথা,মানুষের বাচ্চা
হইলে কথা
ছিলো!!
.
"দীৰ্ঘ ৭ বছরে সবার
ঋণ শোধ করে, গাড়ী
বাড়ী হল. অৰ্থ ও
নারী হলো,সন্তানও
হলো।
আমি হলাম পুলিশ!!
.
"চাকরি যেহুতু ছেড়ে
দিছি,দেশে থাকবোনা,
চলে যাবো সেই দেশে,
যে দেশে চাকরির
জন্য বাবার সম্পদ
বিক্ৰি করা লাগেনা !/
পোষ্টিংয়ের
জন্য ঘুষ লাগেনা!
.
কেউ আমার ছেলেকে
বলতে পারবেনা,
"তোর বাপে মানুষ না"
তোর বাপ একটা
পুলিশ!!
কেউ বলবেনা তুই
একটা পুলিশের বাচ্চা!!
.
বিষয়: সাহিত্য
১০৫২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধু পরিচয় দিতে লজজাবোধ হয় এই কারনে চাকরি ছাড়বেন ??
যে কাজের সব দিকেই জুলুম আর দুরনিতি তা তো এমনিতে ই ছেড়ে দেয়া উচিত.
মন্তব্য করতে লগইন করুন